উত্তরবঙ্গ

জলে আয়রন থাকায় দু’বছর কাজে লাগছে না প্রকল্প, বিক্ষোভ

সংবাদদাতা, হলদিবাড়ি: সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে সৌরবিদ্যুত্ চালিত জলাধার তৈরি হলেও সুষ্ঠু পরিষেবা নেই। জলে আয়রন থাকায় তা খাওয়ার যোগ্য নয়। বুধবার দুপুরে হলদিবাড়ির হেমকুমারী  পঞ্চায়েতের ভাদুপাড়ার বাসিন্দারা তা নিয়ে বিক্ষোভ দেখান।
তাঁদের অভিযোগ, দু’বছর আগে এই জলাধার বসানো হয়। কিন্তু, জলের আয়রন শোধনের কোনও ব্যবস্থা নেই। সেজন্য এই সেই জল খাওয়ার উপযোগী নয়। যাদের সামর্থ্য রয়েছে, তাঁরা জল কিনে খাচ্ছেন। দুঃস্থরা কুয়ো বা নলকূপের জল খাচ্ছেন। দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।
রাকিব আলি নামে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, দু’বছর ধরে এই জলাধার তৈরি হলেও সেই জল খাওয়ার যোগ্য না। ফলে এই প্রকল্প কোনও কাজে আসছে না। আমরা একাধিকবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু প্রশাসন কোনও গুরুত্ব দেয়নি। তাই সবাই একজোট হয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হলাম। এখানে আয়রন রিমুভার প্লান্ট বসাতে হবে। আব্দুল জব্বার সরকার নামে আরএক বাসিন্দার অভিযোগ, সরকারি প্রকল্প থেকে খাওয়ার অযোগ্য জল পরিষেবা দেওয়া হচ্ছে। এই জল খেলে পেটের রোগে ভুগতে হবে। এলাকায় পানীয় জলের জন্য সরকারি প্রকল্প নেওয়া হলেও প্রশাসনের নজরদারির না থাকায় এই সমস্যা হচ্ছে। এলাকার বাসিন্দাদের স্বার্থে দ্রুত সমস্যা মেটাতে হবে। না হলে এরপর পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে আমরা বিক্ষোভ দেখাব।  হেমকুমারী পঞ্চায়েতের প্রধান তুলি খাতুনের বক্তব্য, আগের বোর্ডের আমলে ওই প্রকল্পের কাজ করা হয়েছে। আমাদের তরফে ওই জলপ্রকল্পের জন্য আয়রন রিমুভার প্লান্ট বসানো হবে। 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা