উত্তরবঙ্গ

ডাম্পিং গ্রাউন্ড হয়নি পঞ্চায়েতে, বর্জ্যের স্তূপ মেডিক্যাল এলাকায়

সংবাদদাতা, শিলিগুড়ি: গ্রামীণ এলাকা হলেও শহুরে ছাপ মাটিগাড়া-১  পঞ্চায়েতে। উত্তরবঙ্গ মেডিক্যালের পাশাপাশি একাধিক নার্সিংহোম, বাজার, বড় বড় হোটেল, স্কুল রয়েছে এই এলাকায়। ব্র্যান্ডেড স্টোরের পাশাপাশি ছোট বড় অসংখ্য দোকান। পাল্লা দিয়ে বাড়ছে জনবসতি। সকাল থেকে জমজমাট। একঝলক দেখে শহুরে এলাকা বলেই মনে হওয়া স্বাভাবিক। কিন্তু এলাকায় আবর্জনার স্তূপ। বর্জ্য ফেলার জন্য কোনও ডাম্পিং গ্রাউন্ড নেই এলাকায়। সম্প্রতি, রাজ্যের প্রধান স্বাস্থ্যসচিবের নির্দেশে উত্তরবঙ্গ মেডিক্যাল চত্বরের আবর্জনা সাফাইয়ের তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু, মেডিক্যালের দীর্ঘদিনের জমা আবর্জনা কোথায় ফেলা হবে, সেই প্রশ্ন উঠতেই সামনে এসেছে মাটিগাড়া-১ পঞ্চায়েতের ডাম্পিং গ্রাউন্ড না থাকার বিষয়টি।
পঞ্চায়েত এলাকার আবর্জনা ফেলার দায়িত্ব সংশ্লিষ্ট পঞ্চায়েতের। কিন্তু, সেখানে ডাম্পিং গ্রাউন্ড গড়ে না ওঠায় রাস্তার ধারে নিচু ও পরিত্যক্ত জমি সহ বিভিন্ন খালি জায়গায় আবর্জনা ফেলা হচ্ছে। ফলে দূষণ বাড়ছে। পঞ্চায়েতে জঞ্জালও ঠিকমতো সাফাই হয় না অভিযোগ। এলাকার বহু হোটেল, দোকান এমনকী নার্সিংহোমের জঞ্জাল রাতের অন্ধকারে মেডিক্যালের চত্বরে ফেলা হয় বলে অভিযোগ।  এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, শহুরে চেহারা নেওয়ার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এলাকা হয়ে ওঠার পরও কেন মাটিগাড়া-১  পঞ্চায়েতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হয়নি? ডাম্পিং গ্রাউন্ড গড়ে না ওঠায় সাফাইয়ের ক্ষেত্রেও অনিয়মের নানা অভিযোগ উঠছে মাটিগাড়া-১ পঞ্চায়েতের বিরুদ্ধে। যদিও জঞ্জাল সাফাই নিয়ে অনিয়মের অভিযোগ মানতে নারাজ মাটিগাড়া-১ পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকার। তিনি বলেন, খড়িবাড়ির ডাম্পিং গ্রাউন্ডে আমাদের এলাকার সব আবর্জনা ফেলা হয়। তবে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। ডাম্পিং গ্রাউন্ডের জন্য আমরা মাটিগাড়ার কলমজোতে একটি জমি নিয়েছি। চারদিক ঘিরে দেওয়া হয়েছে। এখানে জঞ্জাল পৃথকীকরণ, তরল নিষ্কাশন করে তা কমিয়ে আনা হবে। এজন্য কম্প্রেসার সহ  প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির অপেক্ষায় রয়েছি। শিলিগুড়ি মহকুমা পরিষদ এই পরিকাঠামো করে দেবে। আশা করছি কয়েক মাসের মধ্যে আমরা কলমজোতে ডাম্পিংগ্রাউন্ড চালু করতে পারব।  নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা