উত্তরবঙ্গ

৪০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন

সংবাদদাতা, মালদহ ও কালিয়াচক: অভিযান চালিয়ে মাদক পাচারে অভিযুক্ত তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিস। বাজেয়াপ্ত হয়েছে ৪০০ গ্রাম ব্রাউন সুগার। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ওই অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত হওয়া ব্রাউন সুগারের মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস। ওই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজ করা হচ্ছে।
মালদহের পুলিস সুপার বলেন,যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা। তিন অভিযুক্ত পাচারকারীর নাম আবু সায়েদ ওরফে বাদশা, সামিউল ইসলাম ও জাহাঙ্গীর আলম। প্রথমজন কালিনগরের ও বাকি দুইজন টোক্কিটোলা গ্রামের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাদশার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল। পাশাপাশি সম্ভাব্য মাদক পাচারকারী হিসাবেও সে পুলিসের সন্দেহের তালিকায় ছিল। বুধবার মাদকের প্যাকেট সহ বাদশা ও সামিউল গিয়েছিল জাহাঙ্গীরের হাতে সেটি তুলে দিতে। কিন্তু পুলিসের হাতে ধরা পড়ে যায় তিনজনই। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, ধৃতদের আদালতের মাধ্যমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা