উত্তরবঙ্গ

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পরিষেবা বেহাল

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ২৫০ বেডের বিল্ডিং নির্মাণ শেষ হয়নি। শয্যার অভাবে হাসপাতালের মেঝেয় থেকে পরিষেবা নিতে হচ্ছে রোগীদের। একটি বেডে দু’জন করে ভর্তি রেখেও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি।
বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেল, মহিলা ও প্রসূতি বিভাগে প্রচুর ভিড়। এক বেডে দু’জন করে রাখা হয়েছে। অসুস্থ শিশুদের নিয়ে মেঝেয় থাকতে হচ্ছে পরিজনদের। 
কালিয়াগঞ্জের মুস্তফানগরের বাসিন্দা মৌসুমী দাস তাঁর শিশুকন্যাকে নিয়ে সকালে হাসপাতালে এসেছিলেন। বমি ও পেট খারাপ হওয়ায় চিকিৎসাধীন থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসক। তিনি বলেন, বেড দিতে পারেনি বলে সন্তানকে নিয়ে মেঝেতেই আছি। এছাড়া আর উপায় নেই আমাদের।
কালিয়াগঞ্জের বাসিন্দা জনক সরকারের কথায়, ১১ মাসের সন্তানকে নিয়ে সোমবার থেকে হাসপাতালে রয়েছি। বুধবার পর্যন্ত বেড পাইনি। বাধ্য হয়ে মেঝেয় থাকতে হচ্ছে শিশুকে নিয়ে। নার্সিংহোমে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই। সরকারি হাসপাতালে যদি পরিষেবা না পাই, তাহলে আর কোথায় যাব। 
কালিয়াগঞ্জ শহরে এই হাসপাতালে রয়েছে ৬০ টি বেড। বেশিরভাগ দিনই সেগুলি ভর্তি থাকে। পাশেই তৈরি হচ্ছে ২৫০ বেডের নতুন হাসপাতাল। সেটি  তৈরি হলেই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা। 
এপ্রসঙ্গে হাসপাতালের সুপার জয়দেব রায়ের প্রতিক্রিয়া নিতে তাঁর অফিসে গেলেও বেহাল পরিষেবা নিয়ে কিছু বলবেন না বলে জানিয়ে দেন।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা