উত্তরবঙ্গ

মাসখানেক বিদ্যুৎ পরিষেবা বেহাল ইটাহারে মাঝরাতে দপ্তর ঘেরাও ক্ষুব্ধ বাসিন্দাদের

সংবাদদাতা, ইটাহার: মাসখানেক বিদ্যুৎ পরিষেবা বেহাল ইটাহারে। মঙ্গলবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা একাধিক গ্রামে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন ছিল। পরিষেবা সচল করার দাবিতে মাঝরাতেই দপ্তরের ভিতরে তুমুল বিক্ষোভ দেখান শতাধিক ক্ষিপ্ত বাসিন্দা। বিদ্যুৎদপ্তর তাঁদের জানায়, রাতে পরিষেবা দেওয়ার কোনও ব্যবস্থা নেই।  
মঙ্গলবার রাতে ইটাহার ব্লকের ভদ্রশিলা, উত্তর নয়াপাড়া, খামরুয়া, কামারডাঙা, হঠাৎপাড়া সহ ১০ থেকে ১২টি গ্রামে প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে সমস্যায় পড়েন কয়েক হাজার বাসিন্দা। পরিষেবা সচল করার দাবিতে রাত ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ইটাহার বিদ্যুৎ দপ্তরের ভিতরে বিক্ষোভ দেখান ক্ষিপ্ত বাসিন্দারা।
তাঁদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। অভিযোগ জানাতে গেলে দুর্ব্যবহার করেন কর্মীরা। উত্তর নয়াপাড়ার বাসিন্দা রাজ্জাকুল হক বলেন, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত্ নেই। পরিষেবা ঠিক করতে কোনও ব্যবস্থা করা হচ্ছে না। ইটাহারের বাসিন্দা অজয় চক্রবর্তীর কথায়, আধিকারিকরা যাই অজুহাত দিন না কেন, প্রচণ্ড গরমে পরিষেবা দিতে ব্যর্থ বিদ্যুৎ দপ্তর। 
বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিস। দপ্তরের কর্মীদের আশ্বাসে শান্ত হন বাসিন্দারা। রাত একটা নাগাদ বিদ্যুৎ পরিষেবা সচল হয় এলাকায়। 
বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, কর্মীর ও গাড়ির অভাব রয়েছে। সেজন্যই বিস্তীর্ণ এলাকায় সমস্যা হলে সামাল দেওয়া যাচ্ছে না।
বিদ্যুত্ দপ্তরের দাবি, অনুমতি ছাড়া এসি ব্যবহারের প্রবণতা বাড়ছে উপভোক্তাদের। যার ফলে পাওয়ার স্টেশনে লোড বেশি পড়ছে। দপ্তরের রিজিওনাল ম্যানেজার মনু বর্মন বলেন, নতুন কেবল লাইনে সমস্যা খুঁজতে অনেক সময় লাগছে বলে পরিষেবা দিতে দেরি হচ্ছে।  নিজস্ব চিত্র।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা