রাজ্য

স্কুল পড়ুয়াদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠাল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন নিয়ে উত্তাল দেশ। নাগরিক আন্দোলনে কতটা রাজনৈতিক রং লেগেছে, তা নিয়েও চর্চা কম হচ্ছে না। এহেন আবহে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে পদক্ষেপ নিতে চাইছে শিক্ষামন্ত্রক। শুক্রবার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্কুল পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের এক রায়ের প্রেক্ষিতে ইতিপূর্বেই ওই নির্দেশিকা তৈরি করেছিল মন্ত্রকের আওতাধীন ডিপার্টমেন্ট অব স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি (ডিওএসইএল)। পকসো গাইডলাইনসের সঙ্গে সামঞ্জস্য রেখেই তা তৈরি করা হয়েছিল। সেই গাইডলাইনস যাতে সব রাজ্যের স্কুলগুলিতে ঠিকমতো কার্যকর হয়, তা নিয়েই এদিন নির্দেশিকা জারি করেছে শিক্ষামন্ত্রক। এক্ষেত্রে স্কুল পড়ুয়া শিশুদের উপর কোনওরকম অত্যাচার, হেনস্তার ঘটনা ঘটলে ‘জিরো টলারেন্স পলিসি’র উপরই জোর দিয়েছে কেন্দ্র। মন্ত্রকের শীর্ষ সূত্রে খবর, বিদ্যালয় কর্তৃপক্ষ যাতে বিশেষ করে চার থেকে দশ বছর বয়সি ছাত্রীদের ‘গুড টাচ’, ‘ব্যাড টাচ’ বিষয়ে কর্মশালা আয়োজনে আরও বেশি জোর দেয়, তা নিয়েও উদ্যোগী হচ্ছে কেন্দ্র। এক্ষেত্রে ছাত্রীদের সঙ্গে অভিভাবক, শিক্ষিকাদের উপস্থিতিও নিশ্চিত করতে চাইছে শিক্ষামন্ত্রক। এরই পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির অ্যান্টি-র‌্যাগিং কমিটির সঙ্গেও নিয়মিতভাবে সমন্বয় বৈঠক করতে পারে কেন্দ্র। সেক্ষেত্রে ওইসব কমিটির কাছ থেকেও প্রয়োজনীয় পরামর্শ চাওয়া হবে। ইউডিআইএসই প্লাসের (ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস) ২০২১-২২ অর্থবর্ষের রিপোর্ট অনুসারে দেশের স্কুলগুলিতে শিক্ষিকার সংখ্যা প্রায় ৪৮ লক্ষ ৭৬ হাজার। ছাত্রীর সংখ্যা প্রায় ১২ কোটি ৭৩ লক্ষ। পাশাপাশি ‘অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন’-এর তথ্য বলছে, ২০২১-২২ অর্থবর্ষে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রীর সংখ্যা প্রায় ২ কোটি ৬ লক্ষ।
28d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা