রাজ্য

সিবিআই নিয়ে ধৈর্যচ্যুতি, দ্রুত তদন্ত শেষের আর্জি নির্যাতিতার পরিবারের

নিজস্ব প্রতিনিধি, বরানগর: আর জি কর-কাণ্ডে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। এই আবহে ডাক্তারি পড়ুয়া ও সাধারণ মানুষের মধ্যে সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এবার সিবিআই তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করলেন নির্যাতিতার পরিবারের সদস্যরাও। শুক্রবার তাঁরা বলেন, ‘আমরাও সিবিআই তদন্ত নিয়ে ক্রমশ ধৈর্য হারাচ্ছি। তারা তো এখনও ঘটনার কোনও কিনারাই করতে পারেনি। তাদের উপর আস্থা রেখেছিলাম। তারা ভালো তদন্তকারী সংস্থা হিসেবে দৃষ্টান্ত তৈরি করুক।’
এদিন নিহত চিকিৎসকের বাবা ও মা সংবাদমাধ্যমকে বলেন, ‘পুলিসের উপর আস্থা উঠে গিয়েছিল বলেই আমরা ভালো এজেন্সি দিয়ে তদন্ত চেয়েছিলাম। আমরাও ধৈর্য হারাচ্ছি। কিন্তু ১৪ দিন হয়ে গেল, পুলিসের হাতে সেই একজন ছাড়া আর কেউ গ্রেপ্তার হয়নি। সিবিআইয়ের উপর মানুষের যে আস্থা রয়েছে, তার সম্মান রেখে দ্রুত তদন্ত শেষ করুক ওরা।’ মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে দালাল চক্র সক্রিয় বলে এদিন অভিযোগ করেছেন তাঁরা। পুলিস ও প্রশাসনের ভূমিকা নিয়ে তাঁদের প্রশ্ন, ‘প্রথম থেকেই প্রশাসন যে গা-ছাড়া মনোভাব নিয়ে চলছিল, সেটা সুপ্রিম কোর্টও বলেছে। গোটা দেশ সেটা এখন জেনে গিয়েছে। ঘটনাস্থলের তথ্যপ্রমাণ  নষ্ট করা হয়েছিল। তা না হলে সিবিআইয়ের এতদিন হয়তো সময় লাগত না। সেই জন্যই হয়তো সিবিআই এখন পলিগ্রাফ টেস্টের মতো পদ্ধতিতে তথ্যপ্রমাণ জোগাড়ের চেষ্টা করছে।’ তাঁদের আরও অভিযোগ, ‘প্রথম থেকেই বিষয়টি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কাউকে যে আড়াল করা হচ্ছে, প্রথম থেকেই বুঝতে পারছিলাম। খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে। এমন কেউ জড়িত, যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। ঘটনার পর পুলিস ও হাসপাতাল কর্তৃপক্ষ মিলে যে চক্রান্ত করেছিল, তা এখন প্রকাশ্যে এসে গিয়েছে।’ তাঁরা আরও জানান, তাঁদের মেয়ের নতুন একটি মোবাইল ফোন ছিল। সেটির পাসওয়ার্ড তাঁরা জানতেন না। সেই ফোনে কিছু থাকলে সিবিআই তা জানতে পারবে। 
28d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা