রাজ্য

বিধবা, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম, ভাতার জন্য পোর্টালে উঠবে আরও দেড় লক্ষ মানুষের নাম
 

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিধবাভাতা, বার্ধক্যভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার জন্য আরও দেড় লক্ষ নতুন নাম সরকারি পোর্টালে তোলা হবে। জেলাগুলিকে তার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। মঙ্গলবার তাদের পক্ষ থেকে সব জেলাশাসকের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করা হয়। বৈঠকে বলা হয়েছে, আবেদনকারীদের ওয়েটিং লিস্ট থেকে প্রকল্পগুলিতে নির্ধারিত সংখ্যক যোগ্য উপভোক্তার নাম লিস্টে তুলতে হবে। এই ব্যাপারে যাচাই পর্বটি হতে হবে নিখুঁত। কাজটি তাড়াতাড়ি সারা হলে বহু মানুষ উপকৃত হবেন। কারণ বার্ধক্যভাতা ও বিধবাভাতার আবেদন হাতে বহু গরিব মানুষ নানাসময়ে বিডিও এবং ডিএম অফিসে ঘুরে হয়রান হন। তাঁদের দ্রুত সুরাহা দিতে পঞ্চায়েত দপ্তর এই বিষয়ে সব জেলা প্রশাসনের তৎপরতা চায়।
গ্রামীণ এলাকায় ৯ লক্ষ ৪৬ হাজার ১৯ জন বার্ধক্যভাতা পাচ্ছেন। বিধবাভাতা পাচ্ছেন ৫ লক্ষ ৪ হাজার ৯৩৭ জন। বিশেষভাবে সক্ষম ভাতার উপভোক্তা সংখ্যা ৪০ হাজার ৬৮৫। অথচ তিনটি বিভাগ মিলিয়ে ১৬ লক্ষ ৪৮ হাজার ৬৪৯ জনকে ভাতা দেওয়ার কেন্দ্রীয় অনুমোদন রয়েছে। অর্থাৎ এখনও আরও দেড় লক্ষ মানুষকে এই ভাতা দেওয়া সম্ভব। তাই বিভিন্ন জেলার ওয়েটিং লিস্ট থেকে পোর্টালে নাম তুলতে হবে। কিন্তু কিছু জায়গায় এই সংক্রান্ত যাচাই প্রক্রিয়ায় ফাঁক থেকে যাওয়ার রিপোর্ট পাচ্ছে দপ্তর। তাই এদিন বৈঠক ডেকে প্রত্যেক জেলাকে সতর্ক করা হয়েছে। দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বিধবাভাতা ও বার্ধক্যভাতার ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি আছে যথাক্রমে ৪৪ ও ৪৭ শতাংশ। এই ব্যাপারে ব্লকভিত্তিক তথ্যই জানিয়ে দেওয়া হয়েছে এদিন। পুরুলিয়ার নেতুরিয়া ও সাঁতুরি এবং মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-১ ব্লকে যাচাইয়ের কাজ কিছুই হয়নি। 
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা