রাজ্য

বারাসত: টাকা নয়ছয় নিয়ে সোচ্চার হতে পারেন দলের নেতারাই, শঙ্কায় বৈঠক বাতিল করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পরাজয়ের কারণ অনুসন্ধান করতে পর্যালোচনা বৈঠক ডেকেছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে সেই বৈঠক বাতিল করে দেওয়া হয়। এমনিতেই গোষ্ঠীদ্বন্দ্ব ও নেতৃত্বের বিরুদ্ধে দলের একাংশের হাজারো অভিযোগে জেরবার বারাসত বিজেপি। এই অবস্থায় বৈঠক ডেকেও তা বাতিল করে দেওয়ায় দলের একাধিক পদাধিকারী বলছেন, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচন নিয়ে কাটাছেঁড়া করতে গেলেই আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠে আসত বৈঠকে। অভিযুক্ত হতেন দলেরই ‘ক্ষমতাশালী’ লবির লোকজন। ওই পরিস্থিতি এড়াতেই বৈঠক বাতিল করা হয়েছে।  
গেরুয়া শিবির সূত্রে খবর, রাজ্য বিজেপির পক্ষ থেকে ভোটে পরাজয়ের পর্যালোচনা রিপোর্ট জমা দিতে বলা হয়। সেই সূত্রে বিজেপির বারাসত জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ সম্প্রতি জেলা কার্যালয়ে একটি বৈঠক ডাকেন। শুরুর কিছুক্ষণ আগে তিনিই জানিয়ে দেন, বৈঠক বাতিল করা হল। ততক্ষণে কার্যালয়ে হাজির হয়ে গিয়েছেন একাধিক মণ্ডল সভাপতি সহ বিভিন্ন পদাধিকারী। তাঁদের একাংশের দাবি, ভোটের জন্য দল যে টাকা পাঠিয়েছিল, তা নিয়ে ব্যাপক বেনিয়মের অভিযোগ জমা পড়েছে দলের রাজ্য দপ্তরে। বৈঠকে এই নয়ছয় নিয়ে ক্ষোভের বিস্ফোরণ হতো বলেই তা বাতিল করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন, ‘ভোটে আসা টাকার হিসেব নিয়ে কথা উঠবে বুঝেই তড়িঘড়ি বৈঠক বাতিল করেছেন জেলা সভাপতি।’ 
এদিকে, বারাসতের প্রার্থীকে নিয়ে ভোটের আগে থেকে তৈরি হওয়া অসন্তোষ এখনও চলছে বিজেপির অন্দরে। প্রচারে এসে প্রার্থী স্বপন মজুমদার ‘ঘরের ছেলে’ হওয়ার কথা ঘোষণা করেছিলেন। ফলাফল প্রকাশের পর এলাকা থেকে তিনি কার্যত বেপাত্তা হলেও ধুমধাম করে বিয়ে সেরে নিয়েছেন এর মধ্যেই। পরাজয়ের পর থেকে বিজেপির বারাসত সাংগঠনিক কার্যালয়ও কার্যত শুনশান। তালা ঝুলছে। তা নিয়েও বিজেপির অন্দরে ক্ষোভ বাড়ছে। মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক না করে বা কথা না বলে বর্তমান জেলা সভাপতি কীভাবে রিপোর্ট জমা দেন, প্রশ্ন উঠেছে। জেলা বিজেপির সভাপতি তরুণবাবু বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে বৈঠক বাতিল করা হয়েছে। যাঁরা দলবিরোধী কথা বলছেন, তাঁরা দলের সঙ্গে কতটা আছেন, জানি না। এসব বিষয় সংবাদমাধ্যমের কাছে বলার কোনও মানে হয় না। পর্যালোচনা রিপোর্ট মণ্ডল সভাপতিদের থেকে নিয়েই জমা দেওয়া হয়েছে।’ এই পরিস্থিতিতে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর কটাক্ষ, ‘বিজেপি হল জনবিরোধী শক্তি। গোটা দেশেই মানুষ প্রত্যাখ্যান করেছে ওদের। আসলে ওরা উন্নয়ন নয়, তোলাবাজিতে বিশ্বাসী। সেটা ওঁদের কথাতেই স্পষ্ট। কিছুদিন পরে বিজেপির কার্যালয়ে একটা লোকও থাকবে না।’
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা