রাজ্য

কলকাতা পুলিসকে রাজভবন থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব, ক্ষুব্ধ নবান্ন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজভবনে কলকাতা পুলিসের প্রয়োজন নেই বলে রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের এই পদক্ষেপে বেজায় ক্ষুব্ধ নবান্নের শীর্ষস্তর। কারণ, রাজভবনের রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্যের আইন-শৃঙ্খলাও রাজ্যের বিষয়। আর রাজভবন রাজ্যের বাইরে নয়। সেক্ষেত্রে রাজভবন থেকে কলকাতা পুলিসকে তুলে নিতে বলা নিয়ে বেজায় ক্ষুব্ধ নবান্নের শীর্ষমহল।
সূত্রের খবর, কয়েকদিন আগেই নবান্নে চিঠি দেন রাজ্যপাল। তাঁর যুক্তি, রাজভবনে কলকাতা পুলিস থাকায় তিনি নিরাপদ বোধ করছেন না। আর কলকাতা পুলিস নিয়ে রাজ্যপালের এই ধারণায় বিরক্ত নবান্ন। ঘনিষ্ঠ মহলে উষ্মাও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। কারণ, এর ফলে কলকাতা পুলিসের অপমান হয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের। একই সঙ্গে, যুগ যুগ ধরে চলে আসা রীতি ভেঙে কলকাতা পুলিসকে সরিয়ে দেওয়ার প্রস্তাবে কর্মীদের মনোবলে আঘাত লাগবে বলেই তাঁদের মত। 
রাজ্যের প্রশাসনিক মহলের মত, রাজভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে রাজ্য পূর্তদপ্তর। আগেই রাজ্য সরকারের একাধিক আধিকারিকদের রাজভবনে রাখতে চাননি বর্তমান রাজ্যপাল। তাহলে এবার কি রাজভবনের সুরক্ষার দায়িত্বও নিজের হাতে নিয়ে নিতে চাইছেন রাজ্যপাল? সেটা হলে তা সত্যিই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে। 
অন্যদিকে, রাজভবনের সুরক্ষায় নিযুক্ত কলকাতা পুলিসের আধিকারদেরও রাজভবনের তরফে এলাকা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে বলেই সূত্রের খবর। তবে মুখের কথায় চিঁড়ে ভেজেনি। কলকাতা পুলিসের আধিকারিকরাও তাঁদের রাজভবনের ডিউটি ছেড়ে চলে যাওয়ার সরকারি অর্ডার দেখতে চান, যা দেখাতে পারেনি রাজভবন কর্তৃপক্ষ। ফলে কলকাতা পুলিসের আধিকারিকরাও অন্যান্য দিনের মতো রাজভবনেই ডিউটি চালিয়ে যাচ্ছেন।
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা