রাজ্য

ট্রেন দুর্ঘটনা: যাত্রীদের জন্য ১০টি বাস দিল এনবিএসটিসি

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পরে জরুরি ভিত্তিতে সেখানে বাস পরিষেবা চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। ঘটনাস্থল থেকে যাত্রীদের আশপাশের এলাকায় পৌঁছনোর জন্য মোট ১০টি বাস সেখানে পাঠানো হয় বলে নিগম সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি শিলিগুড়ি থেকে যাতে যাত্রীরা কলকাতায় যেতে পারেন, সে জন্য অতিরিক্ত ৫টি বাসের ব্যবস্থাও হয়েছে। 
সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটার পরেই কোচবিহারে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে অতিরিক্ত যাত্রী পরিষেবার কথা জানিয়ে দেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এরপরেই তিনি ঘটনাস্থলের দিকে রওনা হন। চেয়ারম্যান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই নিগমের ১০টি বাস দিয়ে সেখানে পরিষেবা দেওয়া হয়েছে। স্থানীয় ডিপো থেকে বাস পাঠানো হয়েছে। পাশাপাশি দূরপাল্লার ক্ষেত্রে শিলিগুড়ি-কলকাতা রুটে গাড়ির সংখ্যা আমরা বাড়িয়েছি। যাত্রীদের পাশে থাকতে অতিরিক্ত পরিষেবা চালু করা হয়েছে। প্রতিদিন উত্তরবঙ্গ থেকে ৫টি বাস কলকাতার দিকে যায়। আরও ৫টি বাসের ব্যবস্থা করা হয়েছে।
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা