রাজ্য

সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে মিলল মাংস-চুল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার নিউটাউনের যে ফ্ল্যাটে খুন হন, সেখানকার সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল মাংসের টুকরো ও চুল। মঙ্গলবার বিকেলে সিআইডির তদন্তকারী দল ওই ট্যাঙ্কে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে এটি আনারের দেহাংশ বলে সন্দেহ করা হচ্ছে।  তবে একমাত্র ডিএনএ পরীক্ষার পরই তা নিশ্চিত হওয়া যাবে। রক্তের দাগ খুঁজতে আবাসনের নিকাশি নালার লাইন ভাঙবে সিআইডি। পরীক্ষা করা হবে কমোডও।  খুনের সময় ওই ফ্ল্যাটের ভিতর থাকা সিসি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল অভিযুক্তরা। 
আওয়ামি লিগের এমপি খুনে তদন্তকারীদের ভরসা ডিজিটাল তথ্যপ্রমাণও। তাই খুনের আগে এমপি’র সঙ্গে অভিযুক্তদের এবং খুনের পরে অভিযুক্তদের নিজেদের মধ্যে ফোনালাপের কল ডিটেইলস বের করা হয়েছে। ওই নথি আদালতে পেশ করে তুলে ধরা হবে সংশ্লিষ্ট সকলের কলকাতায় উপস্থিতির কথা। নিউটাউনের ওই অভিজাত আবাসনে যে এমপি ও অভিযুক্তরা সবাই ছিল, তা প্রমাণ করতে তাদের সঙ্গে থাকা মোবাইলের ‘লোকেশন’ নেওয়া হয়েছে। অপরাধীরা আবাসন ছেড়ে বেরিয়ে গেলেও, এমপি যে বের হননি, তা প্রমাণে ১৩মে থেকে টানা ১০দিন ওই আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। একইসঙ্গে এমপি যে আবাসনে ঢুকেছিলেন, তার ফুটেজও এসেছে তদন্তকারীদের কাছে। তবে উদ্ধার হওয়া মাংসের টুকরো এবং চুলের নমুনা ডিএনএ পরীক্ষায় মিলে গেলে, এমপি খুনের মামলার তদন্ত নতুন গতি পাবে বলে মঙ্গলবার বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন-উর -রশিদ জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে যে তিনজন পুলিস হেফাজতে রয়েছে, তাদের কাছ থেকে খুন সংক্রান্ত তথ্য মিলেছে। সিআইডি হেফাজতে থাকা কসাই জিহাদকে জেরা করেও বহু বিষয় সামনে এসেছে। 
বাংলাদেশ পুলিস তাদের হেফাজতে থাকা সৈয়দ আমানুল্লা ওরফে আমানকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, এমপির দেহাংশের কিছু অংশ কুচি কুচি করে ওই ফ্ল্যাটের ওয়াশরুমের কমোডে ফেলে ফ্ল্যাশ করা হয়েছে। আনারের মাথা ফেলা হয়েছে শাসনে। জামকাপড় ফেলা হয়েছে রাজারহাট এলাকায়। হাতিশালার কাছ একটি খালে দেহাংশ ফেলা হয়েছে। এই তথ্য নিয়ে কলকাতায় আসে বাংলাদেশ পুলিসের টিম। মঙ্গলবার সিআইডির তদন্তকারী টিমকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পুলিসের শীর্ষ কর্তারা ওই ফ্ল্যাটে যান। ভিতরে ঢুকে কমোড ও নিকাশি নালা ভালো করে পরীক্ষা করেন। কোথায় সেপটিক ট্যাঙ্ক রয়েছে তার খোঁজ নেন। বাংলাদেশের তদন্তকারী দলের তরফে সিআইডিকে অনুরোধ করা হয় নিকাশি নালা ভাঙতে। সেইমতো  বিকেলে সেপটিক  ট্যাঙ্কে লোক নামিয়ে তল্লাশি চালালে উদ্ধার হয় মাংস ও চুল। এই খুনের মামলার মূল ষড়যন্ত্রী আখতারুজ্জামান শাহিনকে নাগালে পেতে ইন্টারপোলের সাহায্য চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিস। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা