রাজ্য

ডিএলএডে ভর্তির সময়সীমা বাড়াচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়া চলছে। তবে, এখনও পর্যন্ত সাড়া একেবারেই আশাব্যাঞ্জক নয়। তাই ভর্তির জন্য সময়সীমা বাড়াচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী] ৩১ মে পর্যন্ত আবেদন গ্রহণ করার কথা বলা হয়েছিল। তবে, সোমবার পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, সেই সময়সীমা দু’সপ্তাহ বাড়ানো হচ্ছে।
বেসরকারি ডিএলএড কলেজগুলির তথ্য, ভর্তির ছবি বেশ উদ্বেগজনক। বহু কলেজেই কেন্দ্রীয় পোর্টাল থেকে ছ’জন-থেকে আটজন আবেদন করেছেন। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের শীর্ষনেতা দিব্যেন্দু বাগ বলেন, ‘পড়ুয়া ভর্তির এরকম নিম্নহার বজায় থাকলে বেসরকারি কলেজগুলি চালিয়ে যাওয়া সম্ভব হবে না। এমনিতে ডিএলএডের সরকার নির্দেশিত ফি হল ৯৬ হাজার টাকা। তার চেয়ে অনেক কম টাকা নিতে বাধ্য হচ্ছে কলেজগুলি। ফলে শিক্ষকদের বেতন এবং অন্যান্য ব্যয় চালাতে গিয়ে নাজেহাল হচ্ছে তারা।’ এর উপরে রয়েছে অন্য জটিলতা। ডিএলএড কলেজগুলিতে পরিদর্শন শুরু হচ্ছে। 
পর্ষদ সভাপতি জানিয়েছেন, আজ, মঙ্গলবার থেকেই কলেজগুলির পরিদর্শন প্রক্রিয়া শুরু হবে। প্রথমে যেমন জানা গিয়েছিল, পরিদর্শন না-হওয়া কলেজগুলির সংখ্যা তার চেয়ে অনেক বেশি। সোমবার পর্যন্ত প্রায় ৫৫০টি কলেজ পরিদর্শনের আবেদন জানিয়ে পর্ষদে ২৫ হাজার টাকা ফি জমা দিয়েছে। এবার কোনও কারণে কলেজগুলি যোগ্যতামানে উত্তীর্ণ না-হলে সেগুলি যেসব পড়ুয়া বেছেছেন, তাঁরা অসুবিধায় পড়বেন।গৌতমবাবু জানান, পরিদর্শনে যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে না-পারলে সেই কলেজের পড়ুয়াদের অন্য কলেজে স্থানান্তর করা হবে। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়ায় তা নিয়ে সমস্যা হবে না। অবশ্য, পড়ুয়াদের চিন্তা, বাড়ির কাছাকাছি ভালো কলেজ পাওয়া নিয়েই।
ভর্তি নিয়ে অবশ্য আশাবাদী পর্ষদ। বেসরকারি কলেজগুলির সংগঠনের দাবির সঙ্গে ফারাক রয়েছে পর্ষদের হিসেবে। সভাপতির দাবি, ইতিমধ্যেই ৬০ শতাংশ আসনে আবেদন জমা পড়েছে। সময়সীমা বৃদ্ধির ফলে আবেদন আরও বাড়বে বলেই পর্ষদের আশা। একটি কলেজের কর্ণধার বলেন, ডিএলএড পুরোপুরি পেশা সম্পর্কিত কোর্স। অন্যদিকে, বিএড ডিগ্রি খানিকটা আলঙ্কারিকও বটে। বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেকের মাস্টার ডিগ্রির পরে বিএড করার একটি প্রবণতা থাকে। এর মধ্যে গৃহবধূদের সংখ্যা বিরাট। বিএড ডিগ্রি তাঁদের কাছে সামাজিক সম্মানেরই পরিচায়ক, স্কুলে শিক্ষকতা তাঁদের মূল উদ্দেশ্য নয়। ফলে বিএড কলেজগুলিতে ডিএলএড কলেজগুলির তুলনায় ভর্তির ছবিটা ভালো।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা