রাজ্য

মুখ্যসচিবের মেয়াদ ৩ মাস বাড়াল দিল্লি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যসচিব পদে ভগবতীপ্রসাদ গোপালিকার মেয়াদ বাড়ল তিনমাস। আগামী ৩১ মে তাঁর কর্মজীবন শেষ হওয়ার কথা ছিল। তবে তাঁর জন্য ওই মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছিল রাজ্য। নবান্নের সেই প্রস্তাব মেনে সোমবার কেন্দ্র জানিয়ে দেয়, বি পি গোপালিকা আগামী ৩১ আগস্ট পর্যন্ত মুখ্যসচিব পদে থাকবেন। 
প্রসঙ্গত, এর আগে হরিকৃষ্ণ দ্বিবেদীর কর্মজীবনের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও কেন্দ্র মেনে নিয়েছিল। এবারও তার ব্যতিক্রম হল না। রাজ্যের প্রস্তাবেই সায় দিল নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীন কর্মিবর্গ মন্ত্রকের চিঠি এদিনই নবান্নে পৌঁছয়। ১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্য রাজ্যের তরফে চিঠি পাঠানোর পর থেকেই অবশ্য নবান্নে ক্ষমতার অলিন্দে গুঞ্জন চলছিল। তবে তাঁর মেয়াদ বৃদ্ধি হওয়া নিয়ে যথেষ্ট নিশ্চিন্তই ছিলেন রাজ্যের পদস্থ কর্তারা। তাঁদের বক্তব্য, দু-একটি ব্যতিক্রম ছাড়া, সাধারণত মুখ্যসচিবের কর্মজীবনের মেয়াদ বৃদ্ধির প্রথমবারের প্রস্তাব কেন্দ্র খারিজ করে না। তার উপর এই মুহূর্তে ভোট প্রক্রিয়া চলছে। ফলে তাঁর মেয়াদ বৃদ্ধির প্রস্তাব খারিজ হওয়ার আশঙ্কা প্রায় ছিল না। তবে কেন্দ্র বিমুখ হলে ভোটের মাঝেই নতুন মুখ্যসচিব নিয়োগ করার সমস্যা জুটত, তাতে সময় লাগত অন্তত দু’দিন। নির্বাচনের মধ্যে এই ঝক্কি কোনও পক্ষের কাছেই অভিপ্রেত ছিল না। এদিন সকালে সাউথ ব্লকের চিঠি আসার পর, বি পি গোপালিকা জানান, দেখুন আমরা কাজ করতে ভালোবাসি। ফের কিছুদিন যে সুযোগ পেয়েছি, তাতে আরও ভালোভাবে কাজ করার চেষ্টা থাকবে।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা