রাজ্য

বাংলাদেশের এমপি খুনের প্রমাণ লোপাট, অ্যাসিড-ফ্লোর ক্লিনার ঢেলে ফ্ল্যাট ধুয়েছিল আমান ও তার শাগরেদরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের পর রক্ত ও ছড়িয়ে ছিটিয়ে থাকা মাংসের টুকরো সাফ করতে গোটা নিউটাউনের গোটা ফ্ল্যাট অ্যাসিড দিয়ে ধোয়া হয়। তারপর ফ্লোর ক্লিনার ঢেলে মোছা হয়। যাতে তদন্তকারীরা এসে কোনওভাবেই রক্তের নমুনা না পান। একইসঙ্গে ডিএনএ প্রোফাইলিং যাতে সম্ভব না হয়, সেটাও ছিল লক্ষ্য। গোটা কাজটি করা হয় অত্যন্ত পরিকল্পনা মাফিক। রোমহর্ষক এই খুনের ঘটনায় ধৃত  কসাই জিহাদকে জেরা করে এই তথ্য পেয়েছে সিআইডি। জেরা পর্বে জিহাদ নতুন করে জানিয়েছে, এমপি’র দেহাংশ ফেলা হয়েছে বাগজোলা খাল ও রাজারহাটের একটি ভেড়িতে। 
তদন্তকারীদের জিহাদ জানিয়েছে, বাংলাদেশে থাকাকালীন অপর একটি খুনের ঘটনায় ধরা পড়ার পর সে জেনেছিল, এহেন মামলায় রক্তের নমুনা পাওয়াটা কতটা জরুরি তদন্তকারীদের কাছে। সে কারণেই রক্তের চিহ্ন লোপাট করাটা তার কাছে জরুরি হয়ে পড়েছিল।  জিহাদ জানিয়েছে, এমপি খুনের ‘সুপারি’ নেওয়া সৈয়দ আমানুল্লা ওরফে আমান তাকে প্রমাণ লোপাট করার নির্দেশ দেয়। সে কারণেই নিউটাউন এলাকার আক্সিস মলের একটি দোকান থেকে ১৫ বোতল অ্যাসিড ও ১০ বোতল ফ্লোর ক্লিনার আগাম কিনে রেখেছিল জাহিদ ও সিয়াম। মলের সিসি ক্যামেরার ফুটেজে তাদের ছবি ধরা পড়েছে। তদন্তকারীরা জেনেছেন, ১৪ তারিখ দেহাংশ টুকরো টুকরো করে প্যাকেটে ভরে ফেলার কাজ শেষ হয়।  জাহিদ সিআইডি কে জানিয়েছে, দেহাংশের সঙ্গে অন্য মাংসও মেশানো হয়। কোনও কারণে দেহাংশ ভর্তি প্যাকেট পাওয়া গেলেও, সেটি কীসের, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।    ঘর পুরো সাফ করে তারা বাগজোলা খালের দিকে যায়। দেখে আসে সেখানে জলের স্রোত কী রকম আছে। তদন্তকারীরা বলছেন, নিউটাউনের ফ্ল্যাটে ফিরে এসে জিহাদ বাকিদের জানায়, ওই খালে দেহাংশ ফেলা যেতে পারে। এরপর ১৫ মে বাংলাদেশ ফিরে যাওয়ার সময় আনোয়ার ও সিলিস্তা দেহাংশ ভর্তি বেশ কিছু প্যাকেট সেখানে ফেলে দিয়ে যায়। জিহাদ পুলিসের জেরায় জানিয়েছে, এরপর সে ও সিয়াম গিয়ে প্যাকেট ভর্তি আরও কিছু দেহাংশ ফেলে আসে ওই খালে। কলকাতা ছাড়ার আগে সে ফয়সল সাজি ও মুস্তাফিজুর গাড়ি ভাড়া নিয়ে রাজারহাট এলাকায় যায়। সেখানে একটি ভেড়ির মধ্যেও ফেলা হয় দেহাংশ। 
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা