রাজ্য

কেশপুরে ভোটের মেনু: সিপিএম পার্টি অফিসে ‘ডিম্ভাতের’ পাওয়ার মিল, মাছ-ভাত খেলেন শাসকদলের কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, কেশপুর: ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর ধীরে ধীরে কেশপুরেও নিজেদের জমি হারিয়েছে সিপিএম। ফলে ‘লালদুর্গ’ কেশপুর কথাটি এখন শুধুই ইতিহাস। পুরো এলাকাই এখন তৃণমূলের দখলে। আগে যেখানে সিপিএম এক লক্ষ ভোটের লিড পেত, সেখানে এখন লক্ষাধিক ভোটে জয়ের টার্গেট রাখে ঘাসফুল শিবির। তবে একসময়ের লালদুর্গর স্মৃতি এখনও বহন করে চলেছে কেশপুরের সিপিএম পার্টি অফিস, জামশেদ আলি স্মৃতি ভবন। এক সময় ভোটের দিন এখন থেকেই নিজেদের রণকৌশল বাস্তবায়িত করতেন তাবড় সিপিএম নেতারা। শনিবারও ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়ের ভোট পাওয়া নিয়ে আশায় বুক বেঁধে আগেরদিন রাত থেকেই পার্টি অফিসেই আস্তানা গেড়েছিলেন হাতে গোনা কয়েকজন নেতা-কর্মী। কিন্তু পার্টির আগের জৌলুস আর কোথায়! ঢুকতেই দেখা গেল পার্টি অফিসের একতলার বারান্দায় জামশেদ আলির আবক্ষ মূর্তির সামনে পড়ে রয়েছে কতগুলি ফাঁকা কাঠের চেয়ার। এক সময় ভোটের দিনে শতাধিক মানুষের ভিড়ে গমগম করত এই পার্টি অফিস। ভিতরে বসতেন পার্টির উচ্চপদের নেতারা। বাইরে কর্মীরা জমায়েত হয়ে অপেক্ষা করতেন ভোট শেষে লাল আবির খেলার জন্য। সকলের জন্যই থাকত মাছ-ভাতের ব্যবস্থা। তবে শনিবারের চিত্রটা ছিল একেবারে আলাদা। স্বাভাবিকভাবেই পার্টি অফিসের বাইরের ভিড় ছিল উধাও। ভিতরে একতলার ঘরে দেখা মিলল হাতে গোনা পাঁচ-ছ’জনের। তাঁদের মধ্যেই একজন জেলা কমিটির সদস্য ষাটোর্ধ্ব আহমেদ আলি। সারাদিনের দায়িত্ব সেরে সকলে দুপুরের খাবার খেতে বসেছেন। মেনু ‘ডিম্ভাত’। অন্যদিকে, কেশপুর তৃণমূল ব্লক পার্টি অফিসের খাবারের মেনুতে ছিল মাছ-ভাত। 
তবে বিজেপির মতোই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বাম নেতারাও। খেতে খেতেই আহমেদ আলি জানালেন, কেন্দ্রীয় বাহিনী ঠিকভাবে কাজ করলে অনেক কিছুই হতে পারত। কিন্তু ভোটের তিনদিন আগে থেকে হঠাৎ কেমন সবকিছুর সুর কাটতে শুরু করল। আজ কেশপুরের ২৮৪টি বুথের মধ্যে মাত্র ৬০টিতে আমরা এজেন্ট দিয়েছি। বাকি জায়গায় তা সম্ভব হয়নি। প্রসঙ্গত, এদিন সকালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গলাতেও কেন্দ্রীয় বাহিনীর ‘ঢিলেঢালা’ ভূমিকা নিয়ে ক্ষোভের সুর শোনা গিয়েছে। তাঁর দাবি, পুলিসের সাহায্যে সারারাত বোমাবর্ষণ হয়েছে কেশপুরজুড়ে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোনও পদক্ষেপই নেয়নি। 
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা