রাজ্য

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ডেবরায়

সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরায় ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগ, জল খাওয়ার নাম করে ওই জওয়ান বাড়িতে ঢুকে এক গৃহবধূর শ্লীলতাহানি করে। ওই সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। এই ঘটনায় ঘাটাল লোকসভার ডেবরা থানার ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল প্রার্থী দীপক অধিকারী (দেব) এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি বলেন, ওই সিআরপিএফ জওয়ানকে আটক করা হয়েছে। বিষয়টি পুলিস দেখছে। ওই জায়গায় অন্য সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।  
জানা গিয়েছে, ভোটগ্রহণ কেন্দ্রে দায়িত্বে থাকা ওই সিআরপিএফ জওয়ান বুথের পিছনেই একটি বাড়িতে জল খেতে ঢোকেন। বাড়িতে তখন মহিলা ছাড়া কেউ ছিলেন না। অভিযোগ, ওই সময় অভিযুক্ত জল খেয়ে বোতলটি তাঁর শরীরে ঠেকিয়ে মহিলার সঙ্গে অভব্যতা করেন। ভয়ে তিনি কোনও রকমে বাড়ির বাইরে বেরিয়ে যান। স্থানীয়রা বিষয়টি জানতে পারলে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিস এসে তাকে আটক করে নিয়ে যায়। গৃহবধূ বলেন, আমি বাড়ির বাইরে জামা, কাপড় শুকতে দিচ্ছিলাম। এই সময় অভিযুক্ত জওয়ান বাড়িতে চেয়ার বা টুল আছে কিনা জানতে চায়। আমি না বলে ঘরে ঢুকে যাই। সে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে ফের আসে। সোজা বাড়িতে ঢুকে খাবার জল চায়। আমি বোতলে করে জল দিই। জল খেয়ে বোতলটা ফেরত দিতে গিয়ে আমার সঙ্গে অভব্যতা করে। ওর কোনও খারাপ উদ্দেশ্য ছিল। ভয়ে আমি ঘর থেকে বাইরে পালিয়ে যাই। দেব বলেন, একজন সিআরপিএফ বাড়িতে ঢুকে এটা করেছে বলে আমার কাছে খবর এসেছে। যে রক্ষক, যার হাতে ভোটটা করার দায়িত্ব, তারা যদি শ্লীলতাহানি করে তাহলে আমরা কোথায় আছি? এটা খুবই গুরুতর অপরাধ। নির্বাচন কমিশনের উচিত, শাস্তি দেওয়া। আরও এক দফা নির্বাচন বাকি আছে। দেশে আর যেন এরকম ঘটনা না ঘটে।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা