রাজ্য

গৃহলক্ষ্মীর যন্ত্রণা ও মমতার লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই ভোট বিষ্ণুপুরে

সৌম্যদীপ ঘোষ, পাত্রসায়র: গৃহলক্ষ্মীর যন্ত্রণা আর মমতার লক্ষ্মীর ভাণ্ডার- এনিয়েই ভোট হল বিষ্ণুপুরে। প্রত্যেক বুথের সামনেই সকাল থেকে গৃহবধূদের লম্বা লাইন দেখা যায়। একেবারে সকালেই নিজেদের দাবি দাওয়া ও অধিকারের জন্য ভোট দিলেন বিষ্ণুপুরের মা, বোনেরা। এবার যেমন বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পাওয়ার পর তাঁদের প্রথম ভোট। আবার হাজার টাকা দামে গ্যাস কেনা গৃহলক্ষ্মীদের দাবিদাওয়ার ভোট। সন্দেশখালি, শাসকদলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে। মহিলারা কোন ইস্যুকে মাথায় রেখে ভোট দিলেন, সেটা অবশ্য বোঝা যাবে ৪ জুন ভোটবাক্স খোলার পর।
পাত্রসায়র ব্লকের বলরামপুর প্রাথমিক স্কুলের বুথ। প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় বুথ থেকে হাসিমুখে ভোট দিয়ে বেরলেন। বাইরে কথা জমাতেই উগরে দিলেন, সংসার টানতে খরচের বহরের কথা। গৃহলক্ষ্মী প্রিয়াঙ্কাদেবীর মতে, গ্যাসের দাম হাজার টাকা, ডিম সাত টাকা, পোস্ত ২০০০ টাকা। সংসার টানতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। সেখানে প্রতি মাসে হাজার টাকা প্রচুর কাজে আসছে। তিনি বলছিলেন, আমরা সাধারণ ভোটার। কোনও দল করি না। কারও মিছিলে হাঁটি না। কিন্তু, নিজের চোখে তো দেখছি কীভাবে জিনিসপত্রের দাম বেড়েছে। হেঁশেলের খরচ কেমন। এগুলি তো আমাদের মতো মানুষের উপর একপ্রকার অত্যাচার! এসব ভেবেই ভোট দিয়েছি। 
একই কথা বলছিলেন জয়পুরের গেলিয়া স্কুলের বুথের সামনে দাঁড়িয়ে থাকা আরএক গৃহবধূ পার্বতী মণ্ডল। তিনি আবার উদাহরণ টেনে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের উপর অত্যাচারের কথা বলছিলেন। সুজাতাকে ‘লক্ষ্মী’ বলেই দাবি তাঁর। তিনি বলেন, ভোট কাকে দিয়েছি তা তো বলব না। মহিলাদের সম্মান যেখানে ভোট সেখানে। সুজাতা লক্ষ্মী বলেই তো গত ভোটে ওর প্রাক্তন স্বামীকে জিতিয়েছিল। কিন্তু, তারপর কী হল সবাই তা দেখেছে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য স্বামীরা অত্যাচার করার সাহস পায় না এখন।
কয়েকজন মহিলা আবার এসব থেকে বেরিয়ে স্থানীয় শাসকদলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।
লক্ষ্মীরা যে এবার ভোটের ময়দানে অঙ্ক কাটাকুটির খেলায় মূল আলোচনায় থাকবে, তা এখন থেকেই বোঝা যাচ্ছে। এই সমীকরণে আবার প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াই আলাদা মাত্রা যোগ করেছে। 
শাসকদলের নেতাদের দাবি, এই লম্বা ভোটের লাইন লক্ষ্মীর ভাণ্ডারের লাইন। মুখ্যমন্ত্রীকে ভালোবাসা জানানোর জন্যই এত সংখ্যক গৃহবধূ ভোটের লাইনে দাঁড়িয়েছেন। পাল্টা বিজেপির দাবি, হাজার টাকায় সম্মান কেনা যায় না তার বিপক্ষে এবার ভোট হয়েছে বিষ্ণুপুরে।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা