রাজ্য

মহিলাকে মারধরে অভিযুক্ত বিজেপি প্রার্থীর রক্ষী, ভোটে উত্তপ্ত গড়বেতা

নিজস্ব প্রতিনিধি, গড়বেতা: খড়কুসমার ২১২ নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর দেহরক্ষীর বিরুদ্ধে। শনিবার ষষ্ঠ দফার ভোটে ওই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে গড়বেতার মোগলাপাতা এলাকা। মহিলাকে মারধরের  ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। কয়েক মিনিটের মধ্যে এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। শুরু হয় ইট বৃষ্টি। জখম  হন  কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ভাঙচুর চালানো হয় কয়েকটি গাড়িতে। উত্তেজিত জনতা বাঁশ-লাঠি নিয়ে তেড়ে যায় বিজেপি প্রার্থী এবং তাঁর দলবলের দিকে। পুলিসের হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। বেগতিক বুঝে দেহরক্ষীদের সাহায্যে ঘটনাস্থল থেকে পালান বিজেপি প্রার্থীকে। 
সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলছিল ঝাড়গ্রাম লোকসভার ভোট-পর্ব।  খড়কুসমায় কিছু লোক জড়ো হয়েছে বলে দুপুরে খবর ছড়িয়ে পড়ে। তাঁরা ১৪৪ ধারা ভেঙে এক সঙ্গে বসে খাওয়াদাওয়া করছিল বলে রটিয়ে দেওয়া হয়। এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। আচমকা সেখানে দলবল নিয়ে হাজির হন বিজেপি প্রার্থী। সেখানে তাঁর এক দেহরক্ষী ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে মারধর করেন বলে অভিযোগ। মহিলার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। বুথের সামনেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই দৃশ্য দেখে জনতার ক্ষোভের বাঁধ ভেঙে যায়। তাদের ইট বৃষ্টিতে মাথা ফাটে এক সিআইএসএফ জওয়নের। ঘন্টাখানেক কার্যত তাণ্ডব চলার পর ফের শুরু হয় ভোটগ্রহণ। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপিকে ফের ‘নারীবিদ্বেষী’ তকমা দিয়েছে তৃণমূল। ভোটের লাইনে থাকা মহিলাকে মারধরের প্রতিবাদে গর্জে উঠেছেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, বীরবাহা হাঁসদারা। এলাকা ছেড়ে বেরিয়ে এসে বিজেপি প্রার্থীর মন্তব্য,  ‘জওয়ানরা না থাকলে প্রাণে বেঁচে ফিরতাম না।’ তাঁর এই বক্তব্যকে কটাক্ষ করেই চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘উনি এসব কথা বলে সহানুভূতি পেতে চাইছেন। কিন্তু তাঁর দেহরক্ষীদের কুকীর্তির কথাটা তো বলছেন না। মহিলাদের সন্মান করেন না। অথচ সাংসদ হওয়ার ইচ্ছা ষোলো আনা।’
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা