রাজ্য

মিথ্যাবাদী: অভিষেক

রাজদীপ গোস্বামী, ঝাড়গ্রাম: ‘মিথ্যাবাদী’। এই একটি শব্দেই নরেন্দ্র মোদির প্রচারের জবাব দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে প্রধানমন্ত্রী দাবি করছেন, তিনি সবাইকে পাকা ঘর দিয়েছেন, কারও প্রতি ভেদাভেদ করেননি। আর অন্যদিকে, তারই পাল্টা অভিষেক বলছেন, ‘সভা করে কেউ যদি বলে মোদি আবাসের টাকা দিয়েছেন, তাঁকে গ্রামে বেঁধে রাখুন। কারণ, ২০২১ সালে বিজেপি এ রাজ্যে হেরে যাওয়ার পর গ্রামীণ আবাসের একটা টাকাও দেয়নি। আমি যেগুলো বলছি রেকর্ড করে রাখুন। মোদিজি যদি প্রমাণ করতে পারেন, ২০১৭-১৮ সালে তৈরি আবাসের তালিকার উনি ১০ পয়সাও দিয়েছেন, আমি প্রকাশ্যে ক্ষমা চাইব। রাজনীতি ছেড়ে দেব।’
পুরুলিয়ার সভা থেকে মোদির মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারও। তথ্য-পরিসংখ্যান দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় ২০২২-২৩ থেকে ২০২৪-২৫—এই তিনটি অর্থবর্ষে বাংলার জন্য অর্থবরাদ্দ করেনি কেন্দ্র। অথচ এই তিন অর্থবর্ষেই অসমের মতো ছোট রাজ্যের জন্য কেন্দ্র বরাদ্দ করেছে ১২ হাজার ৭৬ কোটি টাকা, আর গুজরাতের জন্য ১ হাজার ৪৭০ কোটি টাকা। দেশের ২৭টি রাজ্যের জন্য এই প্রকল্পে কেন্দ্র টাকা দিলেও, বাংলাকে দেয়নি।
তৃণমূলের বক্তব্য, ভোটের হালচাল দেখে বিপদ বুঝেই বেসামাল হয়ে পড়েছে বিজেপি। তাই এমন মিথ্যাচার চলছে। এমনকী চতুর্থ দফার ভোটের আগে থেকেই প্রচারের সুরও বদলেছেন নরেন্দ্র মোদি। তিনি বারবার বলছেন, বৈষম্য করেন না। অথচ, ধর্মের ভিত্তিতে মেরুকরণের অঙ্ক তাঁর ভাষণে শোনা যাচ্ছে। বাংলাকে বঞ্চনার বিষয়টি নির্দ্বিধায় ‘ভুলে’ গিয়ে দাবি করছেন, তিনি টাকা দিয়েছিলেন। তৃণমূল সরকার মানুষের কাছে পৌঁছয়নি। অথচ, সরকারি তথ্য সম্পূর্ণ উল্টো কথা বলছে। তাই প্রকারান্তরে তাঁকে ‘মিথ্যাবাদী’ বলেই দেগে দিয়েছেন অভিষেক। তাঁর আক্রমণ, ‘১০০ দিনের টাকা, আবাস যোজনা... সব আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় চাষযোগ্য জমি কম। ১০০ দিনের কাজের উপর মানুষ নির্ভরশীল। সেই টাকা বিজেপি বন্ধ করে রেখেছে। পুরুলিয়ার বান্দোয়ানে দেখেছি, দুই আদিবাসী ভাই তাঁদের মাকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে। রাত তখন ১০টা। তাঁদের প্রশ্ন করলাম, আপনারা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কেন? তাঁরা বলেছিলেন, ১০০ দিনের টাকা পাইনি। ব্যবস্থা করে দিন। এই দুর্দশা প্রত্যেকের। তাই, আপনাদের অনুরোধ, খাল কেটে কুমির আনবেন না। বিজেপিকে একটাও ভোট নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ১০০ দিনের কাজের টাকা ফিরিয়েছেন। ঘরও বানিয়ে দেবেন।’
মোদি সরকারকে অভিষেকের তোপ, ‘ওরা সংবিধান বদলাতে চাইছে। অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে নেমেছে। এর ফলে আদিবাসী জনজাতির মানুষও আতান্তরে পড়বেন। আমাদের সরকার আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আর মোদি সরকার প্যান-আধার লিঙ্ক করার নামে হাজার টাকা কেটে নিচ্ছে। আপনারাই বিচার করুন, কাকে ভোট দেবেন।’
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা