রাজ্য

একাকিত্ব কাটাতে স্ট্রেঞ্জার্স অ্যাপ ব্যবহারের
প্রবণতা বাড়ছে, বিপদের আশঙ্কা

সোহম কর, কলকাতা: চিঠি থেকে ই-মেল হয়ে এখনকার হোয়াটসঅ্যাপ কিংবা ডেটিং অ্যাপ। মনুষ্যজীবনের একাকিত্ব কাটাতে একের পর এক মাধ্যম বারবার এসেছে। যা কিছুই আসুক না কেন, একাকিত্ব কিছুতেই ছেড়ে যায়নি মানুষকে। আটের দশকে মানুষ মজেছিল ‘পত্রমিতালি’তে। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে অচেনা মানুষের চিঠির জন্য অনেক অপেক্ষারত দুপুর কাটিয়েছে বাঙালি। এখন সেসব অতীত। অচেনা মানুষের সঙ্গে ভিডিও কলে কথা বলার জন্য এসেছে ‘স্ট্রেঞ্জার্স অ্যাপ’। বিষয়টা কীরকম? লাগবে না কোনও পরিচয়। এক ক্লিকেই প্রবেশ করা যাবে চ্যাট রুমে। সেখানে অপেক্ষা করছেন গোটা পৃথিবীর একলা মানুষেরা। কারওর মুখ দেখে যদি পছন্দ না হয় সঙ্গে সঙ্গে ‘স্কিপ’ করা যেতে পারে। যদি দু’পক্ষেরই পছন্দ হয়, তাহলে এগয় কথাবার্তা। তরুণ-তরুণীদের মধ্যে বাড়ছে এই ধরনের ওয়েবসাইট ব্যবহারের প্রবণতা। কিন্তু এই ডার্ক ওয়েবের জমানায় কতখানি নিরাপদ এই ধরনের ওয়েবসাইট? প্রশ্ন এখানেই।
পুলিস সূত্রে খবর, সাধারণত এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রথমে কথাবার্তা হয়। সেখানেই অনেক মানুষ আকৃষ্ট হয়ে নিজেদের ফোন নম্বর দিয়ে দেন। তারপরেই শুরু হয় ভিডিও কল। আসলে বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও কলের নামে চলে ‘সেক্সটিং’। এপারের মানুষটি বুঝতেই পারেন না, গোটা ভিডিও কলের স্ক্রিন রেকর্ডিং করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, ভিডিও কলের নামে ক্যামেরার ওপারে আসলে কোনও মানুষ নেই। চলে রেকর্ড করা ভিডিও। কিছুদিন বাদে দেখা যায়, সেই রেকর্ডিং দিয়ে ‘ব্ল্যাকমেইল’ করা হচ্ছে। বলা হচ্ছে, পরিচিতদের পাঠিয়ে দেব। অনেক সময় দেখা যায়, সেই ব্যক্তি ‘ব্ল্যাকমেইল’ থেকে রক্ষা পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকার অফার করছেন। অনেকে ভাবতেই পারেন, স্ট্রেঞ্জার্স অ্যাপে পরিচিতদের নাম জানা যাবে কীভাবে? কারওর নাম জানা গেলে, সেই ব্যক্তির সোশ্যাল মিডিয়া থেকে তাঁর বন্ধু-বান্ধবের নাম পাওয়া যায়। সেখানেই সমস্যা। এর ফলে ফোনের সিকিওরিটি কি কোনও ভাবে নষ্ট হচ্ছে? সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলছিলেন, ‘এই ধরনের ওয়েবসাইট যদি কারওর আইপি অ্যাড্রেস ট্র্যাক করে নিতে পারে, তাহলে কিন্তু ভয়ানক ঘটনা ঘটতে পারে। এরা সত্যিই আইপি ট্র্যাক করে কি না, জানা নেই।’ 
16Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা