বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

৮-৯ মার্চ ফের ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা বন্ধ 

রাজু চক্রবর্তী, কলকাতা; চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সপ্তাহান্তে আন্তর্জাতিক নারী দিবস। এহেন গুরুত্বপূর্ণ সময়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো আগামী ৮ ও ৯ মার্চ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ জোড়া রুটে আগামী শনি-রবিবার পরিষেবা থেকে বঞ্চিত হবেন যাত্রীরা। সেই শনিবারই নারী দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান হবে শহরজুড়ে। ওইদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিত পরীক্ষা রয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুরুত্বপূর্ণ দুই অংশ বন্ধ থাকায় স্বভাবতই দুর্ভোগে পড়বেন হাজার হাজার সাধারণ মানুষ। রেলের তরফে জানানো হয়েছে, গোটা রুটে যাত্রী পরিষেবা চালুর লক্ষ্যে এই পদক্ষেপ। কারণ, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান সম্পূর্ণ করিডরে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা (সিবিটিসি) বসিয়ে মহড়া দৌড় চালানো হবে। ফেব্রুয়ারি মাসে দু’দফায় আটদিন একইভাবে পরিষেবা বন্ধ রেখে প্রথম এই ট্রায়াল চলেছিল। সেই সময় প্রায় গোটা দিন ধরে রেক আপ-ডাউন করিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। বলা হয়েছে, চলতি সপ্তাহের শনি-রবিবার আরও নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা চলবে।
সূত্রের দাবি, বউবাজারের ক্ষতিগ্রস্ত অংশের পাতালে ট্রায়াল রান চলাকালীন স্থানীয় বাসিন্দারা কম্পন অনুভব করেন। মাটির উপরে বসবাসকারীদের তরফে মেট্রো রেলের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। এ প্রসঙ্গে মেট্রো ভবনের এক কর্তা বলেন, বাসিন্দাদের অভিযোগ পেয়েছি। আমরা সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই সামগ্রিকভাবে কাজ চালাচ্ছি। বিশেষ যন্ত্রের মাধ্যমে ট্রায়াল চলাকালীন কম্পনের পরিমাপ করা হয়েছে। দেখা গিয়েছে, তা ভূমির সহ্য ক্ষমতার থেকে অনেক কম। বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন ওই কর্তা। সূত্রের দাবি, মেট্রো কর্তৃপক্ষের তরফে দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করার জন্য নির্মাণ সংস্থাকে চাপ দেওয়া হচ্ছে। সেই কারণে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ টানেলের বিভিন্ন অংশে পড়ে থাকা অবশিষ্ট নির্মাণ সামগ্রী সাফাই না করেই গত মাসে ট্রায়াল শুরু হয়েছিল। সেই সময় ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে মেট্রো চালানোর সময় টানেলের মধ্যে কার্যত ধুলোর ঝড় ওঠে। সংশ্লিষ্ট মোটরম্যান (চালক) তৎক্ষণাৎ মেট্রো থামিয়ে দেন। কারণ, সেই সময় টানেলের দৃশ্যমানতা শূন্যে নেমে এসেছিল। পরবর্তীতে বিশেষ ভ্যাকুম ক্লিনার এনে ধুলো সাফাই করা হয়। জানা গিয়েছে, চলতি মাসে আরও কয়েক দফায় এই মেট্রো একই কারণে বন্ধ থাকতে পারে।
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা