বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বকেয়া বেতন সহ একাধিক দাবিতে আরতি কটন মিলে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে বেতন। অবসরকালীন সুযোগ-সুবিধাও পাচ্ছেন না প্রবীণ শ্রমিকরা। মিল কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনা করেও মিলছে না সুরাহা। সোমবার সকালে এমন বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভে শামিল হন হাওড়ার আরতি কটন মিলের শতাধিক শ্রমিক ও তাঁদের পরিবার। এদিন বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলি একজোট হয়ে মিল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেয়।
ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশনের অধীনে থাকা আরতি কটন মিল সহ মোট ২৩টি মিলে দীর্ঘদিন ধরেই উৎপাদন বন্ধ। এর মধ্যে আরতি কটন মিলের গেটে এখনও তালা পড়েনি। তাই নিত্যদিন হাজিরা দেন সেখানকার শতাধিক শ্রমিক। কিন্তু উৎপাদন বন্ধ থাকায় গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না তাঁরা। ফলে পরিবার নিয়ে কার্যত রাস্তায় বসার উপক্রম হয়েছে তাঁদের। পাশাপাশি গত দেড় বছর ধরে অবসরকালীন কোনও সুযোগ সুবিধাও পাচ্ছেন না পেনশনভোগীরা। অভিযোগ, ইতিপূর্বে বহুবার মিল্ ম্যানেজমেন্টের কাছে সুরাহার আবেদন করলেও কেন্দ্রের তরফে কোনও সাড়াশব্দ আসেনি। সোমবার এই দাবি নিয়ে আরতি মিলের গেটের সামনে প্রতিবাদে শামিল হন শ্রমিকরা। অবস্থান-বিক্ষোভে অসুস্থ হয়ে পড়েন মিলের এক প্রাক্তন শ্রমিক। শ্রমিকরা বলেন, জানি না এই অবস্থায় কীভাবে পরিবারের মুখে খাবার তুলে দেব। কেন্দ্র মিল বন্ধ করার চক্রান্ত করছে। আমরা কোনভাবেই সেটা হতে দেব না। দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের পর মিল কর্তৃপক্ষের কাছে সব শ্রমিক সংগঠনগুলি যৌথভাবে ডেপুটেশন জমা দেয়।  নিজস্ব চিত্র
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা