বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

মোতেরার বদলা নিতে তৈরি টিম ইন্ডিয়া, পথের কাঁটা ট্রাভিস 

দুবাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই হোক বা ওডিআই বিশ্বকাপের ফাইনাল, ভারতের পথে কাঁটা হয়ে উঠেছেন ট্রাভিস হেড। কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজেও তাঁর ব্যাট চওড়া হয়ে উঠেছিল। মঙ্গলবার নিঃসন্দেহে তাঁকে দ্রুত ফেরানো ভারতের জেতার প্রাথমিক শর্ত। পঞ্চাশ ওভারের ফরম্যাটে ভারতের বিরুদ্ধে ৯টা ম্যাচে ৪৩.১২ গড়ে ১০১.৭৬ স্টাইক রেটে ৩৪৫ রান করেছেন তিনি। এরমধ্যে একটি শতরান ও তিনটি হাফ-সেঞ্চুরি। তার মধ্যে ২০২৩ সালে মোতেরায় কাপযুদ্ধের ফাইনালে এসেছিল ১৩৭। ক্রিকেট মহলে কেউ কেউ মনে করছেন হেডকে দ্রুত ফেরাতে প্রয়োজনে স্পিনারদের পাওয়ার প্লে’র মধ্যে তাড়াতাড়ি আক্রমণে নিয়ে আসতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।  
এক্ষেত্রে বরুণ চক্রবর্তীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন হরভজন সিং। প্রাক্তন অফ স্পিনারের মতে, ‘বরুণের মধ্যে জাদুকরী ব্যাপার রয়েছে। তার প্রধান কারণ হল, আন্তর্জাতিক ক্রিকেট খুব বেশি ম্যাচ না খেলা। বিপক্ষ দল খুব একটা খেলেনি ওকে। ফলে জানে না ওর সম্পর্কে। আর্ম স্পিডও মারাত্মক দ্রুত। ফলে হাত দেখে বল কোনদিকে ঘুরবে সেটা বোঝা যায় না। বল পিচে পড়ার পর ব্যাটসম্যান বোঝার চেষ্টা করে। ফলে কাজটা কঠিন হয়ে ওঠে। হাত দেখে স্পিনারের বৈচিত্র ধরতে না পারলে ব্যাপারটা একেবারেই সহজ নয়। এজন্যই নিউজিল্যান্ড ডুবেছে।’ ভাজ্জি আরও বলেন, ‘বরুণ স্বাভাবিকভাবেই এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ও রীতিমতো সফল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর কাড়ল। আমি শুধু চাইব, সেমি-ফাইনালে যেন এই ফর্মেই থাকতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অবশ্যই চার স্পিনারে খেলা উচিত। তাতেই জেতার সম্ভাবনা বাড়বে। যে দলের ব্যাটাররা স্পিন ভালো খেলে এবং যে দলের স্পিনাররা বেশি কার্যকরী, তাদেরই বাজিমাতের সম্ভাবনা। কিউয়িদের বিরুদ্ধে চার স্পিনার খেলিয়ে দারুণ সিদ্ধান্ত নিয়েছে ভারত।’  
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে সাড়ে তিনশো প্লাস স্কোরও তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু মরুদেশে বড় রান ওঠেনি। এমনকী, আড়াইশো রানও তুলতে পারেনি কোনও দল। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ২৪৯ রানই সর্বাধিক। এই পরিস্থিতিতে সেমি-ফাইনালে ভারতের জেতার জন্য সম্ভাব্য স্কোর কত হতে পারে তা নিয়ে চলছে চর্চা। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মতে, ‘প্রথমে ব্যাট করলে ২৪০-২৫০ রানের বেশি তুলতেই হবে। সেমি-ফাইনালে ধুন্ধুমার লড়াই হবে বলেই মনে হচ্ছে।’
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা