বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

রনজি চ্যাম্পিয়ন বিদর্ভ

নাগপুর: ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের দাপট অব্যাহত। বিজয় হাজারের পর রনজি ট্রফিও জিতলেন করুণ নায়াররা। নাগপুরে কেরল-বিদর্ভের মধ্যে ফাইনাল ম্যাচটি ড্র হয়। কিন্তু প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে চ্যাম্পিয়ন হলেন অক্ষয় ওয়াদেকররা। তাঁরা প্রথমে ব্যাট করে তুললেন ৩৭৯ রান। জবাবে কেরলের সংগ্রহ ৩৪২। এরপর দ্বিতীয় ইনিংসে আর বিদর্ভকে অলআউট করতে পারেননি শচীন বেবিরা। স্কোর যখন ৯ উইকেটে ৩৭৫, তখন দুই অধিনায়কের সম্মতিতে যবনিকা পড়ে ম্যাচে। গত আট বছরে এই নিয়ে তিনবার রনজি ট্রফি জিতল বিদর্ভ। 
কেরল এবারই প্রথম রনজি ট্রফির ফাইনাল খেলতে নেমেছিল। স্বপ্নভঙ্গ হলেও মরিয়া লড়াই চালিয়েছেন আদিত্য সারাওয়াতরা। প্রথম ইনিংসে ক্যাপ্টেন শচীন বেবি ৯৮ রানে উইকেট ছুড়ে দিয়ে না এলে, ফল অন্যরকম হতেই পারত। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে বিদর্ভের ৩৭ রানের লিডই গড়ে দিল ম্যাচের ভাগ্য। হোমটিমের রনজি ট্রফি জয়ের প্রধান কারিগর ব্যাটসম্যানরা। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী যশ রাঠোর (৯৬০)। তিনি ম্যাচের পর বললেন, ‘গত মরশুমে ফাইনালে হেরেছিলাম আমরা। সেই আক্ষেপ মেটাতে পেরে খুবই ভালো লাগছে।’ 
বিদর্ভের খেতাব জয়ের পিছনে বড় অবদান রয়েছেন করুণ নায়ারের। ৮৬৩ রান করেছেন রনজিতে। বিজয় হাজারে ট্রফিতেও তাঁর ব্যাটিং গড় ছিল চোখধাঁধানো। আশা করা হয়েছিল, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে জাতীয় দলে ডাক পাবেন করুণ। কিন্তু তা হয়নি। তবে দমেননি কর্ণাটক ছেড়ে বিদর্ভে আসা ক্রিকেটারটি। রনজি ট্রফিতেও দুর্দান্ত পারফর্ম করে জাতীয় নির্বাচকদের কড়া বার্তা দিলেন তিনি। ব্যাট হাতে সফল অক্ষয় ওয়াদেকরও (৭২২)।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা