বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

হাজার পয়েন্টের দোরগোড়ায় মোহন বাগান

নিজস্ব প্রতিনিধি কলকাতা: মুম্বই এরিনায় এগিয়ে থেকেও তিন পয়েন্ট তুলতে ব্যর্থ মোহন বাগান। তাতে অবশ্য খুব একটা কিছু লোকসান হয়নি তাদের। ২৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারিয়ে টানা দ্বিতীয়বার লিগ-শিল্ড ঘরে তোলার নজির গড়েছে সবুজ-মেরুন বাহিনী। এবার আরও এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে হোসে মোলিনা ব্রিগেড। ভারতের প্রথম ক্লাব হিসেবে শীর্ষস্থানীয় লিগে হাজার পয়েন্টের দোরগোড়ায় মোহন বাগান। অর্থাৎ জাতীয় লিগ, আই লিগ এবং আইএসএল মিলিয়ে তাদের প্রাপ্ত পয়েন্ট ৯৯৭। চলতি লিগে আপাতত ২৩ ম্যাচে মোহন বাগানের সংগ্রহ ৫৩ পয়েন্ট। এটিও আইএসএলের ইতিহাসে এক মরশুমে সর্বাধিক পয়েন্টের দৃষ্টান্ত। যুবভারতীতে ৮ মার্চ লিগের শেষ ম্যাচে গোয়ার মুখোমুখি হবে মোলিনা ব্রিগেড। সেই ম্যাচে জিতলেই হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করবে শতাব্দী প্রাচীন ক্লাব। 
১৯৯৬-৯৭ মরশুমে শুরু হয়েছিল জাতীয় লিগ। চলেছে ২০০৬-০৭ মরশুম পর্যন্ত। এই এগারো বছরে ২১০টি ম্যাচে মোহন বাগানের পয়েন্ট ৩৩৪। এর মধ্যে তিন বার ( ৯৭-৯৮, ৯৯-০০ ও ০১-০২) ন্যাশনাল লিগ চ্যাম্পিয়নও হয় তারা। এরপর জাতীয় লিগের নাম বদলে হয় আই লিগ। ২০০৭-০৮ থেকে ২০১৯-২০ মরশুম পর্যন্ত এই প্রতিযোগিতায় দু’বার ( ১৪-১৫, ১৯-২০) শিরোপা আসে গঙ্গা পাড়ের ক্লাব তাঁবুতে। এই পর্বে ২৭৬ ম্যাচে মোহন বাগানের সংগ্রহ ৪৫১ পয়েন্ট। ২০২০-২১ মরশুম থেকে আইএসএল হয় ভারতের শীর্ষ লিগ। নতুন পথচলা শুরু সবুজ-মেরুন ব্রিগেডের। ইতিমধ্যেই দু’বার (২৩-২৪, ২৪-২৫) লিগ চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে তারা। গত পাঁচ বছরে ১০৪ ম্যাচে তাদের ঝুলিতে এসেছে ২১২ পয়েন্ট। লিগের শেষ ম্যাচে গোয়ার বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট ছিনিয়ে নিতে পারলেই নতুন ইতিহাস লিখবে মোহন বাগান। উল্লেখ্য, শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে ড্র করেছে দল। তবে ম্যাচ শেষে আত্মতুষ্টির তত্ত্ব উড়িয়ে ফুটবলারদের পাশেই দাঁড়িয়েছেন কোচ হোসে মোলিনা। এদিকে, অনূর্ধ্ব-১৩ সাবজুনিয়র লিগের ম্যাচে অ্যাডামাস ইউনিভারসিটিকে ৪-১ গোলে হারাল মোহন বাগানের ছোটরা। 
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা