বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ভারতের বিরুদ্ধে খেলতে দুবাইয়ে অজি-প্রোটিয়ারা

দুবাই: বিতর্ক পিছু ছাড়ছে না মিনি বিশ্বকাপের। ভারতকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তুলে আইসিসি’কে খোঁচা দিয়েছে ইংল্যান্ড, পাকিস্তানের প্রাক্তনরা। সেই বিতর্ক আরও উস্কে দিল সর্বোচ্চ নিয়ামক সংস্থার সাম্প্রতিক সিদ্ধান্ত। আগামী ৪ ও ৫ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের লড়াই। দুটি সেমি-ফাইনালের ভেন্যু যথাক্রমে দুবাই ও লাহোর। গ্রুপ ‘বি’ থেকে নক-আউটে নিশ্চিত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ভর করবে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের ফলের উপর। রোহিত ব্রিগেড জিতলে তারাই টেবিলের শীর্ষস্থান পাবে। সেক্ষেত্রে গ্রুপ বি’র দু’নম্বরে থাকা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিত ব্রিগেড। আর হারলে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তবে রেজাল্ট যাইহোক মঙ্গলবারই প্রথম সেমি-ফাইনালে নামবে ভারত। তাই সুপার সানডে পর্যন্ত অপেক্ষা না করে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলকেই তড়িঘড়ি দুবাই উড়িয়ে আনা হচ্ছে। কারণ দু’টি ম্যাচের মধ্যে ব্যবধান মাত্র একদিনের। প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে যাওয়ার পর একটি দল পাকিস্তানে ফিরে আসবে লাহোরে দ্বিতীয় সেমি-ফাইনালে খেলার জন্য। গোটা পরিস্থিতিতে প্রচণ্ড বিরক্ত অজিরা। টিম ইন্ডিয়াকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলে আইসিসি’কে আক্রমণ করছেন সমালোচকরা।
এমনই গনগনে পরিস্থিতিতে পাল্টা জবাব দিলেন সানি গাভাসকর। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের একহাত নিয়েছেন সানি। আসলে গত কয়েকদিন ধরেই নাসের হুসেন, মাইক আর্থারটনদের সুর চড়া। তাঁদেরও অভিযোগ, বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। তারই পাল্টা দিলেন সানি। তাঁর মন্তব্য, ‘ইংল্যান্ড নক-আউটেই পৌঁছতে পারেনি। এত লম্বা চওড়া কথা তাদের মুখে মানায় না। বরং নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দেওয়া উচিত।’ এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অবদানও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। গাভাসকর বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট অনেকেরই বেতনের জোগান দেয়। সেটা মনে রাখা উচিত।’
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা