বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সুটকেসে মহিলা কংগ্রেস কর্মীর দেহ

চণ্ডীগড়: রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় দেখা গিয়েছিল তাঁকে। ২২ বছরের সেই কংগ্রেস কর্মী হিমানী নারওয়ালের দেহ উদ্ধার ঘিরে জোর রাজনৈতিক বিতর্ক দেখা দিল হরিয়ানায়। শনিবার রোহতক-দিল্লি হাইওয়ের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে একটি সুটকেসে ২২ বছরের হিমানীর দেহ উদ্ধার হয়। পুলিস সূত্রে জানানো হয়েছে, সাম্পলা বাসস্ট্যান্ড থেকে মাত্র ২০০ মিটার দূরে পরিত্যক্ত সুটকেসটি লক্ষ্য করেন বেশ কয়েকজন যাত্রী। পুলিস এসে হিমানীর দেহ উদ্ধার করে। রোহতক পুলিসের মুখপাত্র সানি লৌরা বলেন, ‘হিমানীর গলায় আঘাতের চিহ্ন ছিল। তা থেকে বোঝা যায় যে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের ধারণা, দেহ সুটকেসে ভরে এখানে ফেলে দেওয়ার আগে তাঁকে অন্যত্র হত্যা করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে, কখন সুটকেসটি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছিল।’  
হিমানীর মৃত্যুর তদন্তের দাবি জানালেন প্রবীণ কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা। রবিবার তিনি বলেন, ‘তাঁর মৃত্যুতে দলের কেউ জড়িত কি না, যথাযথ তদন্তের পরই তা জানা যাবে। তাঁর দেহ এখন মর্গে রয়েছে। স্থানীয় কংগ্রেস বিধায়ক ভরত ভূষণকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি।’ হিমানীর মৃত্যু প্রসঙ্গে বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন ভূপিন্দর। তিনি বলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিচারে শীর্ষস্থান দখল করেছে হরিয়ানা। 
এদিকে, হিমানী নারওয়ালের মা সবিতা বলেন, কংগ্রেসের মধ্যে অনেকের চক্ষুশূল হয়ে উঠেছিল মেয়ে। দলেরই কেউ মেয়েকে খুন করে থাকতে পারে। তাঁর কথায়, ‘হিমানীর রাজনৈতিক উত্থানে অনেকেই ভয় পেয়ে গিয়েছেলেন।’ হরিয়ানার প্রভাবশালী হুডা পরিবারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছিলেন হিমানী। তিনি বলেন, ‘রাহুল গান্ধীর সঙ্গে মেয়েকে দেখে অনেকেই ঈর্ষায় জ্বলে গিয়েছিল।’ সবিতা বলেন, ২৭ ফেব্রুয়ারি শেষবার মেয়ের সঙ্গে তাঁর কথা হয়। পরের দিন প্রবীণ কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডার জনসভা ছিল। সেই নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন হিমানী। পরের দিন থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ফোন স্যুইচড অফ ছিল। সুবিচার না পাওয়া পর্যন্ত তিনি মেয়ের শেষকৃত্য সম্পন্ন করবেন না বলে সাফ জানিয়েছেন সবিতা।
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা