বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

স্পিন অস্ত্রেই কিউয়ি বধ টিম ইন্ডিয়ার, মঙ্গলবার সেমি-ফাইনালে গিলদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

দুবাই: আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড মানেই অধিকাংশ সময়েই কাঁটায় রক্তাক্ত হওয়া। রবিবার অবশ্য কিউয়ি কাঁটা পায়ে পিষে এল ৪৪ রানে জয়। অপরাজিত থেকে ‘এ’ গ্রুপের একনম্বর দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে উঠল ভারত। স্পিন ছোবলেই এদিন আত্মসমর্পণ করলেন কিউয়িরা। বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেট তফাত গড়ে দিল। মঙ্গলবার দুবাইয়ে প্রথম সেমি-ফাইনালে রোহিত শর্মা ব্রিগেড খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর বুধবার লাহোরে দ্বিতীয় সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
দুবাইয়ের পিচ খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মন্থর হয়ে পড়ছে। শট নিতে সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের। শিশির না পড়ায় চার স্পিনারে দল সাজানো ভারত তার পুরোপুরি ফায়দা নিল। ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নামা নিউজিল্যান্ড যেন মরুভূমিতে পথ হারিয়ে মরল। তাদের প্রতিরোধ থামল ২০৫ রানে। এই প্রতিযোগিতায় প্রথমবার নেমেই মিস্ট্রি স্পিনার বরুণ (৫-৪২) কামাল করলেন। এরপর অজিদের বিরুদ্ধে তাঁকে বসানো কঠিন। কুলদীপ যাদব (২-৫৬), অক্ষর প্যাটেল (১-৩২), রবীন্দ্র জাদেজা (১-৩৬) ঘূর্ণির ফাঁসে দমবন্ধ করে দিলেন ব্ল্যাক ক্যাপসদের। চার স্পিনার মিলে নিলেন ৯ উইকেট। কেন উইলিয়ামসন (৮১) একা লড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অক্ষরের বলে তিনি স্টাম্পড হতেই ভারতের জয় নিশ্চিত হয়ে পড়ে। কিউয়িদের শেষ ছয় উইকেট পড়ে মাত্র ৫৪ রানে!
এদিন টস হারের হ্যাটট্রিক করেন রোহিত শর্মা। তবে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের মতো রান তাড়া করতে হয়নি ভারতকে। চলতি আসরে প্রথমবার বিপক্ষকে টার্গেট দিতে যাওয়া নীল জার্সিধারীরা তোলে ২৪৯। দুবাইয়ের মন্থর উইকেটে এটাই এবারের প্রতিযোগিতায় সর্বাধিক স্কোর। শুভমান গিল (২), রোহিত শর্মা (১৫) ও বিরাট কোহলি (১১) ফিরে গিয়েছিলেন সাত ওভারের মধ্যে। এরমধ্যে ৩০০তম ওডিআই ম্যাচে বিরাটের ক্যাচ অবিশ্বাস্য দক্ষতায় তালুবন্দি করেন গ্লেন ফিলিপস। ৩০ রানে তিন উইকেট হারিয়ে রীতিমতো কাঁপুনি ধরেছিল ইনিংসে। ধুঁকতে থাকা দলকে ভেন্ট্রিলেশন থেকে বের করে আনেন শ্রেয়স আয়ার ও অক্ষর প্যাটেল। চতুর্থ উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন মূল্যবান ৯৮ রান। দু’জনে পরিস্থিতি অনুসারে এগনোয় জোর দিয়েছিলেন। মন্থর উইকেটে স্ট্রোকের ফুলঝুরির ঝুঁকি নেননি। সেজন্যই একসময় টানা ৫১ বলে কোনও বাউন্ডারি আসেনি। অক্ষর তো প্রথম ৫ রান করতে নেন ২৪ বল!
ভারতের স্কোর প্রায় আড়াইশো হওয়ার নেপথ্যে রয়েছেন শ্রেয়স। চলতি আসরে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। চাপের মুখে এদিনের ৯৮ বলে ৭৯ রানের পর চার নম্বরে তাঁর জায়গা আরও পাকাপোক্ত হল। চারটি চার ও দুটো ছক্কায় ইনিংস সাজান তিনি। শতরান নিশ্চিতই মনে হচ্ছিল শ্রেয়সের। কিন্তু পুল মারতে গিয়ে উইকেট ছুড়ে দেন তিনি। তার আগে অবশ্য অক্ষরও (৪২) হাফ-সেঞ্চুরির ঠিক আগে আউট হন।  
লোকেশ রাহুল আরও একবার বড় স্কোরের সুযোগ হারালেন। এভাবে সুযোগ নষ্ট করলে ড্রেসিং-রুমে ঋষভ পন্থকে বসিয়ে রাখা কঠিন। হার্দিক পান্ডিয়া অবশ্য আস্থার মর্যাদা দিলেন। চারটি চার ও দুটো ছক্কায় সাজানো তাঁর ৪৫ ডেথ ওভারে টানল দলকে। নিউজিল্যান্ডের সফলতম বোলার ম্যাট হেনরি ৪২ রানে নেন পাঁচ উইকেট। কিউয়ি বোলারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ফিল্ডাররাও।  উইলিয়ামসন তো শরীর ছড়ে বাঁ হাতে রবীন্দ্র জাদেজার অবিশ্বাস্য ক্যাচও ধরলেন। কিন্তু বরুণদের ঘূর্ণিজালে ব্যাট হাতে তাঁকেও অসহায় দেখাল।

স্কোরবোর্ড: ভারত: রোহিত ক ইয়ং বো জেমিসন ১৫, গিল এলবিডব্লু বো হেনরি ২, কোহলি ক ফিলিপস বো হেনরি ১১, শ্রেয়স ক ইয়ম বো ও’রৌরকি ৭৯, অক্ষর ক উইলিয়ামসন বো রাচীন ৪২, রাহুল ক লাথাম বো স্যান্টনার ২৩, হার্দিক ক রাচীন বো হেনরি ৪৫, জাদেজা ক উইলিয়ামসন বো হেনরি ১৬, সামি ক ফিলিপস বো হেনরি ৫, কুলদীপ অপরাজিত ১, মোট (৫০ ওভারে) ২৪৯-৯। উইকেট পতন: ১-১৫, -২২, ৩-৩০, ৪-১২৮, ৫-১৭২, ৬-১৮২, ৭-২২৩, ৮-২৪৬, ৯-২৪৯। বোলিং: হেনরি ৮-০-৪২-৫, জেমিসন ৮-০-৩১-১, ও’রৌরকি ৯-০-৪৭-১, স্যান্টনার ১০-১-৪৭-১, ব্রেসওয়েল ৯-০-৫৬-০, রাচীন ৬-০-৩১-১। নিউজিল্যান্ড: ইয়ং বো বরুণ ২২, রাচীন ক অক্ষর বো হার্দিক ৬, উইলিয়ামসন স্টাঃ রাহুল বো অক্ষর ৮১, মিচেল এলবিডব্লু বো কুলদীপ ১৭, লাথাম এলবিডব্লু বো জাদেজা ১৪, ফিলিপস এলবিডব্লু বো বরুণ ১২, ব্রেসওয়েল এলবিডব্লু বো বরুণ ২, স্যান্টনার বো বরুণ ২৮, হেনরি ক কোহলি বো বরুণ ২, জেমিসন অপরাজিত ৯, ও’রৌরকি বো কুলদীপ ১, মোট (৪৫.৩ ওভারে) ২০৫। উইকেট পতন: ১-১৭, ২-৪৯, ৩-৯৩, ৪-১৩৩, ৫-১৫১, ৬-১৫৯, ৭-১৬৯, ৮-১৯৫, ৯-১৯৬, ১০-২০৫। বোলিং: সামি ৪-০-১৫-০, হার্দিক ৪-০-২২-১, অক্ষর ১০-০-৩২-১, বরুণ ১০-০-৪২-৫, কুলদীপ ৯.৩-০-৫৬-২, জাদেজা ৮-০-৩৬-১।  ৪৪ রানে জয়ী ভারত।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা