বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

ব্রিটেন সফরে জয়শঙ্কর, স্টারমার ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: গত সপ্তাহেই ভারত-ব্রিটেনের মধ্যে ফের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই আবহে আজ, ব্রিটেন ও আয়ারল্যান্ড সফরে আসছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। থাকবেন ৯ মার্চ পর্যন্ত। পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রে খবর, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর। সেখানে দু’দেশের আর্থিক ও প্রযুক্তিগত আদান প্রদান নিয়ে আলোচনা হবে। সম্প্রতি ব্রিটেনের মাটিতে খালিস্তানিপন্থীদের সক্রিয়তা বেড়েছে। সেনিয়েও কথা হতে পারে বলে খবর। 
আগামী বুধবার সন্ধ্যা ছ’টায় লন্ডনের চ্যাথাম হাউসে ‘ইন্ডিয়া’স রেইজ অ্যান্ড রোল ইন দ্যা হাউস’ শীর্ষক একটি আলোচনা সভায় অংশ নেবেন ভারতের বিদেশমন্ত্রী। সাধারণত এখানে কোনও আলাপচারিতা রেকর্ড করা হয় না। কিন্তু, জয়শঙ্করের অনুষ্ঠানে সেই প্রথা ভাঙতে চলেছে। ৮ মার্চ ম্যাঞ্চেস্টারে ভারতের নয়া দূতাবাসের উদ্বোধন করবেন জয়শঙ্কর। উপস্থিত থাকবেন সেখানে ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটেনের মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট, ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ও মাঞ্চেস্টারের ডেপুটি মেয়র কেট গ্রিন। নর্দান আয়ারল্যান্ডের বেলফাস্টেও ভারতের নয়া কনস্যুলেটের উদ্বোধন করেন বিদেশমন্ত্রী। 
২০১৫ সালে ডাবলিনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর এই প্রথম জয়শঙ্করের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সেখানে যাচ্ছে। মূলত বাণিজ্য ও প্রযুক্তিগত আদানপ্রদানের পরিসর বাড়ানোকেই পাখির চোখ করছে দু’দেশ। এই সফরের মধ্যেই জয়েন্ট ইকোনমিক কমিশন গঠনের ঘোষণাও হতে পারে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, বিশ্বজুড়ে রাজনৈতিক ডামাডোল চলছে। রুশ-ইউক্রেন যুদ্ধ তাতে নয়া মাত্রা যোগ করছে। আমেরিকায় ট্রাম্প জমানা শুরু হতেই মার্কিন বিদেশনীতিতেও বেশ কিছু বদল এসেছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় নেতাদের সামনে নয়াদিল্লির ভাবনা-চিন্তা তুলে ধরার হয়তো সুযোগ পাবেন জয়শঙ্কর। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা