বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

সুনীলের লক্ষ্যভেদে ইস্ট বেঙ্গলের স্বপ্নভঙ্গ, লাল কার্ড দিয়ামানতাকোসের

সঞ্জয় সরকার, কলকাতা: পেনাল্টি থেকে সুনীল ছেত্রীর শট জালে জড়াতেই দু’হাতে মুখ ঢাকলেন অস্কার ব্রুজোঁ। কয়েক সেকেন্ড আগেও প্রিয় দলের হয়ে গান ধরা গ্যালারিতে নেমে এল শ্মশানের নিস্তব্ধতা। শেষ বাঁশি বাজতেই ক্লান্ত শরীরে সমর্থকরা ভাঁজ করে নিলেন লাল-হলুদ পতাকা। ঘরের মাঠে মাস্ট উইন ম্যাচে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ড্র ইস্ট বেঙ্গলের। সেই সঙ্গে আরও একবার লিগ পর্বেই শেষ হল লাল-হলুদের অভিযান। ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অস্কার ব্রিগেড। সমসংখ্যক ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল বিএফসি। ম্যাচে ইস্ট বেঙ্গলের একমাত্র গোলটি মেসি বৌলির।
জিতলে প্লে-অফের অঙ্ক বেঁচে থাকবে। এই হিসেব মাথায় রেখে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪-৪-১-১ ফর্মেশনে দল সাজিয়েছিলেন কোচ অস্কার ব্রুজোঁ। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইস্ট বেঙ্গল। ৬ মিনিটে মহেশের পাস থেকে দিয়ামানতাকোসের শট কোনওক্রমে ঠেকান গুরপ্রীত। তবে ১১ মিনিটে মেসি বৌলি জাল কাঁপাতেই গর্জে ওঠে গ্যালারি। বক্সের বাইরে মাটিতে লুটিয়ে পড়েও কোনওক্রমে ক্যামেরুন ফরোয়ার্ডকে পাস বাড়ান ক্রেসপো। সেই বল ধরে মাটি ঘেঁষা শটে লক্ষ্যভেদ ক্যামেরুন স্ট্রাইকারের (১-০)। কিছুক্ষণের মধ্যে সমতায় ফেরার সুযোগ এসেছিল বেঙ্গালুরুর সামনে। সুনীলের হেড দুরন্ত ক্ষিপ্রতায় আটকান প্রভসুখন গিল। ২৫ মিনিটে মহেশের গোল অফসাইডের কারণে বাতিল হয়। দু’মিনিট বাদেই দিনের সহজতম সুযোগটি নষ্ট করেন বিষ্ণু। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল উড়িয়ে দেন তিনি। এরপরই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন আনোয়ার। ফলে এএফসি চ্যালেঞ্জ লিগে অনিশ্চিত তিনি। তবে সবচেয়ে বড় ধাক্কাটি আসে প্রথমার্ধের সংযোজিত সময়ে। অহেতুক মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ফুটবলারকে হেডবাট করে লাল কার্ড দেখেন দিয়ামানতাকোস। গুরুত্বপূর্ণ ম্যাচে এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের জন্য তাঁর কাছে জবাবদিহি চাওয়া উচিত।
আনুপাতিক সংখ্যা গরিষ্ঠতায় পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে মরিয়া লড়াই চালায় ইস্ট বেঙ্গল। এক গোল যে সুরক্ষিত নয় সেটা বুঝেই সেলিস ও ডেভিডকে নামিয়ে আক্রমণে চাপ বাড়ান অস্কার। পক্ষান্তরে, সমতায় ফিরতে মরিয়া ছিল বেঙ্গালুরু। এই পর্বে দু’বার পোস্ট বাধা হয়ে দাঁড়ায় সুনীলদের সামনে। শেষ পর্যন্ত ৯০ মিনিটে বক্সে নিশুর হাতে বল লাগতেই পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পটকিক থেকে জাল কাঁপিয়ে ইস্ট বেঙ্গলের প্লে-অফের স্বপ্নে যবনিকা টানেন সুনীল (১-১)। ম্যাচ শেষে আবারও রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁর মন্তব্য, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সুপার সিক্সে ওঠা থেকে ইস্ট বেঙ্গলকে রুখে দেওয়া হল। আসলে নক-আউটে কলকাতা থেকে দু’টি দলকে চায় না লিগ কমিটি।’
ইস্ট বেঙ্গল: প্রভসুখন, রাকিপ, আনোয়ার (জিকসন), ইউস্তে, লাকরা (নিশু), শৌভিক, মহেশ, ক্রেসপো, বিষ্ণু (ডেভিড), মেসি (সেলিস) ও দিয়ামানতাকোস।

ইস্ট বেঙ্গল- ১(মেসি বৌলি)                :         বেঙ্গালুরু- ১ (সুনীল-পেনাল্টি)    
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা