বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ঘরের মাঠে জিততে মরিয়া ইস্ট বেঙ্গল

সঞ্জয় সরকার, কলকাতা: আইএসএলে প্রথমবার জয়ের হ্যাটট্রিক। দেরিতে হলেও জেগেছে ইস্ট বেঙ্গল। তবে অস্কার-ব্রিগেডের সুপার সিক্সে পৌঁছনোর আশা খুবই কম। নিজেদের বাকি দুটো ম্যাচ জিতলেই চলবে না, একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে লিগের অন্যান্য ম্যাচের দিকেও। এমন আবহে রবিবার লিগ পর্বে শেষ হোম ম্যাচে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে লড়াইয়ে নামছে ইস্ট বেঙ্গল। কোচ অস্কার অবশ্য এখনই সেসব নিয়ে ভাবতে নারাজ। বরং সামনে চারটি ফাইনাল রয়েছে ভেবেই মানসিক প্রস্তুতি সারছেন লাল-হলুদ ফুটবলাররা। সেই লক্ষ্যে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে ক্লান্তি। গত বুধবারই ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়েছে ইস্ট বেঙ্গল। এবার সামনে ১১ দিনে আরও ৪টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে ক্রেসপোদের। এদিকে, স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁর চুক্তি বাড়াচ্ছে ইস্ট বেঙ্গল। টিম ম্যানেজমেন্টের ধারণা, আরও একটু সময় পাওয়া উচিত তাঁর। সইসাবুদ না হলেও কথাবার্তা চূড়ান্ত। 
শনিবার অনুশীলনের শুরুতে মাঠের মাঝেই ফুটবলারদের সঙ্গে দীর্ঘ বৈঠক ছাড়েন কোচ। এরপর ঘড়ি ধরে ৩৫ মিনিটে বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি নেওয়া হয়। প্রথমে দু’টি গ্রুপে ভাগ করে চলে পাসিং ফুটবলের মহড়া। এরপর মিনিট দশেকের ম্যাচ প্র্যাকটিস। এই পর্বে বারবার ফুটবলারদের উদ্দেশ্যে ‘ওয়ান টাচে, ওয়ান টাচ, কিপ পুশিং’ বলে অনর্গল চিৎকার করতে থাকেন অস্কার ব্রুঁজো। আসলে ইস্ট বেঙ্গলের শেষ তিনটি প্রতিপক্ষের তুলনায় ধারে-ভারে বেঙ্গালুরু অনেকটাই শক্তিশালী। তাই সুনীল-নোগুয়েরাদের থামাতে পাসিং ফুটবলই প্রধান অস্ত্র হতে চলেছে কোচ অস্কারের।
চলতি আইএসএলের শুরু থেকেই চোট আর কার্ড সমস্যা ইস্ট বেঙ্গলের নিত্য সঙ্গী। রবিবার ম্যাচেও তা অব্যাহত। কার্ড সমস্যায় এই ম্যাচে নেই লালচুংনুঙ্গা। তাই আরও একবার রক্ষণে বদল আনতে হচ্ছে লাল-হলুদ কোচকে। অস্কারের মন্তব্য, ‘সূচি নিয়ে নতুন করে কিছু বলার নেই। বরং পরিস্থিতি মেনে নিয়ে আমাদের এগতে হবে। আপাতত সামনে চারটি ম্যাচই আমাদের কাছে ফাইনাল।’ উল্লেখ্য, শেষ কয়েকটি ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমে ভরসা জুগিয়েছেন ডেভিড। সেখানে চলতি আসরে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ দিমিত্রিয়স দিয়ামানতাকোস। তাই রবিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে দলের আপফ্রন্টে পরিবর্তন আনতে পারেন অস্কার। পাশাপাশি উইংয়ে গতি আনতে প্রথম একাদশে ফিরতে পারেন রিচার্ড সেলিস।
চলতি আইএসএলে শুরুটা ভালো করেও মাঝে পরপর ম্যাচ হেরে অনেকটাই ছন্দহীন হয়ে পড়েছিল বেঙ্গালুরু। তবে শেষ তিনটি ম্যাচ জিতে ইতিমধ্যেই প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে জেরার্ড জারাগোজা ব্রিগেড। পাশাপাশি দারুণ ছন্দে রয়েছেন সুনীল ছেত্রী। তবে ব্যক্তি বিশেষ নয়, গোটা বেঙ্গালুরু দলকেই গুরুত্ব দিচ্ছেন ইস্ট বেঙ্গল প্রশিক্ষক অস্কার। তাঁর কথায়, ‘বেঙ্গালুরু দল হিসেবে অনেক পরিণত। তাই সতর্ক থাকতে হবে।’
(ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি স্টার স্পোর্টসে।)
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা