বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বিশ্রাম পেতে পারেন সামি, মন্থর পিচে দু’দলের ভরসা স্পিনাররা, কিউয়িদের টেক্কা দিয়ে শীর্ষস্থানে চোখ ভারতের

দুবাই: একদিকে সেমি-ফাইনালের মহড়া, অন্যদিকে প্রতিশোধের গনগনে আগুন। মরুদেশে রবিবারের নিউজিল্যান্ড ম্যাচ এভাবেই চিহ্নিত হচ্ছে ভারতীয় শিবিরে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া। দুটো ম্যাচের মধ্যে ব্যবধান মাত্র একদিনের। তাই শেষ চারের ম্যাচে তরতাজা অবস্থায় নামার দিকটাও খেয়াল রাখতে হচ্ছে কোচ গৌতম গম্ভীরকে।
বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে আগেই সেমি-ফাইনালের টিকিট পাকা করেছেন রোহিত শর্মারা। একইভাবে এগিয়েছে মিচেল স্যান্টনার বাহিনীও। রবিবার গ্রুপের এক নম্বর হওয়ার হাতছানি দুই দলের সামনে। ভারত অবশ্য এক বা দু’নম্বর যাই হোক, মঙ্গলবারই নামছে সেমি-ফাইনালে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে শেষবার বাইশ গজে নিজেদের পরখ করে নেওয়া সুযোগ গম্ভীরের ছাত্রদের সামনে। তবে নিছক মহড়া নয়। কয়েক মাস আগে ঘরের মাঠে কিউয়িদের হাতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দুঃস্বপ্ন নিশ্চয়ই ভোলেননি ক্রিকেটপ্রেমীরা। ঘরের মাঠে এমন লজ্জায় আগে কখনও পড়েনি ভারত। তার বদলা নেওয়ার তাগিদ নিশ্চিতভাবেই সঙ্গী হবে রোহিত ব্রিগেডের। 
ভারত অধিনায়ক আবার পাকিস্তানের বিরুদ্ধে মিনিট ২০ বাইরে ছিলেন হ্যামস্ট্রিংয়ের সমস্যায়। ম্যাচের পর অবশ্য কোনও অসুবিধা নেই বলেই জানান তিনি। শুক্রবার নেটেও বড় শট খেলতে দেখা গিয়েছে তাঁকে। তবু চর্চা চলছে, কিউয়িদের বিরুদ্ধে রোহিতকে বিশ্রাম দিয়ে ঋষভ পন্থকে ওপেনার হিসেবে খেলানো হবে কিনা তা নিয়ে। ভাবনা রয়েছে মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়ারও। পাক ম্যাচের শুরুর দিকে পায়ে অস্বস্তি হচ্ছিল তাঁর। চোটের জন্য ১৪ মাস বাইরে থাকা সামিকে তাই রবিবার না খেলানোর সিদ্ধান্ত কার্যত পাকা। আরও দু’দিন বাড়তি বিশ্রাম দিয়ে মঙ্গলবার ফেরানো হতে পারে তাঁকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর জায়গায় খেলতে পারেন বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং। আরও একটা পরিবর্তন হতে পারে দলে। চোট সারিয়ে ফেরা বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে প্রথম এগারোয় ঢোকানো হতে পারে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে।
বিশেষজ্ঞরা মনে করছেন, রবিবারের লড়াই মোটেই বিরাট কোহলি বনাম কেন উইলিয়ামসনের নয়। ৩০০তম ওডিআই ম্যাচের মাইলস্টোনের দোরগোড়ায় ভিকে। সদ্য শতরানের পর বাড়তি উদ্দীপ্ত তিনি। অন্যদিকে, এই আসরে এখনও বড় রান পাননি উইলিয়ামসন। তাই দুই মহারথীর দ্বৈরথের চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে স্পিনারদের টক্কর। কিউয়ি স্পিনাররা বরাবরই ভারতীয়দের চাপে রাখেন। গত টেস্ট সিরিজেও তা ঘটেছে। অধিনায়ক স্যান্টনার ছাড়াও নিউজিল্যান্ড দলে রয়েছেন মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপসের মতো স্পিনার। দুবাইয়ের মন্থর পিচে দরকারে রাচীন রবীন্দ্রের বাঁ-হাতি স্পিনও কাজে আসতে পারে। শুভমান গিল, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুলরা তাই মাঝের ওভারে স্পিনের বিরুদ্ধে কতটা স্বচ্ছন্দ থাকেন, সেটাই দেখার। উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা পুরোপুরি আক্রমণ না করে দেখেশুনে খেলেছেন। অবশ্য ভারতীয় স্পিনারদের তীক্ষ্ণতাও প্রশ্নের ঊর্ধ্বে। প্রথম দুই ম্যাচে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের সঙ্গে খেলেছেন কুলদীপ। কিউয়িদের বিরুদ্ধে শিকে ছিঁড়তে পারে বরুণ, ওয়াশিংটন সুন্দরের ভাগ্যে। 
(ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে। সম্প্রচার স্টার স্পোর্টসে।)
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা