বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বদ্রীনাথে বিপর্যয়: আর কেউ আটকে নেই, ঘোষণা সেনার

দেরাদুন: বদ্রীনাথ বিপর্যয়ের ঘটনায় আর কোনও বিআরও কর্মী আটকে নেই। রবিবার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। গত শুক্রবার বদ্রীনাথের কাছে মানা গ্রামে তুষারধস আছড়ে পড়ে বিআরও ক্যাম্পে। সেইসময় আটটি কন্টেইনার ও ছাউনিতে ৫৪ জন কর্মী ছিলেন। শুক্রবারই বরফের নীচ থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার চারজনের মৃত্যু হয়েছিল। বাকি চারজনের খোঁজে জোর তল্লাশি চলছিল। তাঁদের খোঁজ পেতে সকাল থেকেই স্নিফার ডগ, থার্মাল ইমাজিং ক্যামেরা ও হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়। যদিও ওই চার কর্মীর কাউকেই জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি। সবমিলিয়ে উত্তরাখণ্ডে বিপর্যয়ে প্রাণ হারালেন আটজন। 
এর আগে এদিন উত্তরাখণ্ডের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে গিয়ে উদ্ধার কাজের ব্যাপারে খোঁজ নেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানান, নিখোঁজ কর্মীদের উদ্ধারে থার্মাল ইমেজিং ক্যামেরা, ভিক্টিম লোকেটিং  ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এছাড়া, ঘটনাস্থলে গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের (জিপিআর)-এর মতো অত্যাধুনিক সিস্টেমও মোতায়েন করা হয়েছে। সোমবার ফের আবহাওয়া খারাপ হতে পারে। তাই রবিবারের মধ্যেই বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। উল্লেখ্য, প্রথমে ওই ক্যাম্পে ৫৫ জন বিআরও কর্মী রয়েছেন বলে মনে করা হয়েছিল। কিন্তু, পরে জানা যায়, একজন কর্মী ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন। তিনি সুস্থই আছেন। সেনার চিকিৎসকরা জানিয়েছেন, মোট ৪৬ জনকে যোশীমঠের সেনা হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজন মেরুদণ্ডে চোট পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে হৃষিকেশ এইমস হাসপাতালে পাঠানো হয়েছে।
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা