বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জনতার সঙ্গে ভিখারির তুলনা! বিজেপি মন্ত্রীর বক্তব্যে নিন্দার ঝড়

ভোপাল: ভোট ‘ভিক্ষা’র সময় মঞ্চ থেকে ছিল প্রতিশ্রুতির বন্যা। দেওয়া হয়েছিল ‘সব কা সাথ, সব কা বিকাশে’র বার্তাও। কিন্তু ভোটে জিতে গদিতে বসেই ভোলবদল! মধ্যপ্রদেশের বিজেপি সরকারের এক মন্ত্রী জনতাকে কার্যত ‘ভিখারি’র সঙ্গে তুলনা করলেন! তিনি বললেন, সরকারের কাছে ভিক্ষা চাওয়াটা আম জনতার এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের এহেন মন্তব্য ঘিরে মধ্যপ্রদেশের রাজনীতিতে ঝড় উঠেছে। এধরনের অসংবেদনশীল মন্তব্যের তীব্র সমালোচনায় সরব বিরোধী দল কংগ্রেস। তাদের বক্তব্য, ক্ষমতার ঔদ্ধত্য মাথা ঘুরিয়ে দিয়েছে বিজেপির। এজন্য তাদের মন্ত্রীরা আমজনতাকেও অপমান করতে ছাড়ছেন না। 
শনিবার রাজগড় জেলার সুথালিয়ায় রানি অবন্তীবাই লোধির মূর্তির আবরণ উন্মোচন করতে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রহ্লাদ বলেন,   ‘মানুষ সরকারের কাছে ভিক্ষা চাইতে অভ্যস্ত হয়ে পড়েছে। শুধু চাওয়া আর ভিক্ষা করার প্রবণতা তৈরি হয়েছে। বদলে সমাজকে কিছু দেওয়ার মতো মানসিকতা নেই।’ অনুষ্ঠানে বিভিন্ন দাবি মন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এতেই কার্যত খড়্গহস্ত হয়ে ওঠেন মন্ত্রী। তিনি বলেন, ‘আজকাল নেতারা মঞ্চে এলেই তাঁদের মালা পরিয়ে একের পর এক দাবির তালিকা ধরিয়ে দেওয়া হয়। এটা আদৌ ভালো অভ্যাস নয়। যদি নেওয়ার বদলে দেওয়ার মানসিকতা তৈরি করতে পারেন, তাহলে একটি সঠিক সমাজ গড়ে উঠবে।’ এব্যাপারে শহিদদের প্রসঙ্গও টানতে ছাড়েননি প্রহ্লাদ। উপদেশের সুরে তিনি বলেছেন,  ‘যারা দেশের জন্য জীবন বলি দিয়েছেন, তাঁদের কথা একবার ভাবুন তো। তাঁদের সেই মূল্যবোধ অনুসরণ করলে আমাদের জীবনও সফল হবে।’
মন্ত্রীর এধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি। তিনি বলেছেন, ক্ষমতার দম্ভে মানুষকে মানুষ বলে মনে করছে না বিজেপি। তারা এখন মানুষকে ভিখারিও বলছে। এধরনের মন্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকেই অপমান করা হয়েছে বলে পাটোয়ারি দাবি করেছেন। তিনি আরও বলেছেন,  ‘ওরা ভোটের সময় মিথ্যা প্রতিশ্রুতি দেয়। তারপর ক্ষমতায় এসে তা ভুলে যায়। এরপর জনতা সেই প্রতিশ্রুতির কথা মনে করালেই অমনি তাদের ভিখারি বলে।’
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা