বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

চিলিতে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে রাজধানী সহ অন্ধকারে ডুবল একাধিক প্রদেশ

সান্তিয়াগো, ২৬ ফেব্রুয়ারি: গোটা দেশে বিদ্যুৎ বিপর্যয়! থমকে সমস্ত পরিষেবা। কার্যত অন্ধকারে ডুবল লাতিন আমেরিকার দেশ চিলি। এমনকী দেশের রাজধানী সান্তিয়াগোতেও বিদ্যুৎ বিপর্যয়ের জেরে নাজেহাল সাধারণ মানুষ। স্থানীয় সময় গতকাল,  মঙ্গলবার বিকেলে এই বিদ্যুৎ-বিভ্রাট ঘটে। তার কয়েক ঘণ্টা পর সন্ধ্যা হয়। সঙ্গে সঙ্গেই চিলি’র সরকার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সঙ্গে গতকাল, মঙ্গলবার রাত ১০টা থেকে আজ, বুধবার সকাল ৬টা পর্যন্ত চিলির উত্তরের আরিকা অঞ্চল থেকে দক্ষিণের লস লাগোস পর্যন্ত কার্ফু জারি করে সরকার। এই বিদ্যুৎ বিপর্যয় প্রসঙ্গে চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলের একটি সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ত্রুটি ধরা পড়েছে। তাই এই বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। তবে সাইবার হানার আশঙ্কাও করেছেন তিনি। সাম্প্রতিক বছরগুলির মধ্যে চিলিতে এটি সবথেকে বড় বিদ্যুৎ বিপর্যয় বলেই জানাচ্ছে প্রশাসন। গত মঙ্গলবার হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ের ফলে রাজধানী সান্তিয়াগোর মেট্রোতে অনেক যাত্রী আটকে পড়েন। পরে অবশ্য বিশেষ ব্যবস্থার মাধ্যমে মেট্রোয় আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। গোটা দেশে শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয় সেনাও। আচমকাই এই বিদ্যুৎ বিপর্যয়ের ফলে চিলিতে তামা উৎপাদনকারী কেন্দ্রগুলিতে কাজ বন্ধ হয়ে যায়। বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়। ৮০ লক্ষ পরিবার এই বিভ্রাটের কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সূত্রের খবর, আজ, বুধবারের মধ্যে চিলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে পারে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা