বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

বায়ুসেনার ঘাঁটিতে হামলা, পাল্টা গুলিতে মৃত্যু

কক্সবাজার: নিরাপদ নয় বাংলাদেশের বায়ুসেনার ঘাঁটিও। সোমবার ভরদুপুরে কক্সবাজারের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালাল একদল দুষ্কৃতী। তাদের হটাতে পাল্টা গুলি চালায় বায়ুসেনা। তাতে মৃত্যু হয়েছে স্থানীয় এক যুবকের। বেশ কয়েকজন জখম হয়েছে বলেও খবর মিলেছে। বায়ুসেনা ঘাঁটিতে নাশকতার চেষ্টা হয়েছে কি না, তা নিয়ে প্রাথমিকভাবে জল্পনা ছড়িয়েছিল। যদিও পরে সেনার তরফে জানানো হয়, স্থানীয় দুষ্কৃতীরাই ওই ঘাঁটিতে হামলা চালিয়েছিল। তাদের হটাতে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মৃত যুবকের নাম শাহাব কবীর নাহিদ (৩০)। তিনি পেশায় ব্যবসায়ী। ঘটনার সময় তিনি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় তাঁর মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই মারা যান তিনি। যদিও পরে সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে, বায়ুসেনা কোনও গুলি ছোড়েননি। শুধু ভয় দেখাতে ফাঁকা আওয়াজ করা হয়েছিল। অন্য কেউ গুলি চালিয়ে, তার দায় বায়ুসেনার উপর চাপাতে চাইছে। কিন্তু কারা গুলি চালিয়েছে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
কক্সবাজার বিমানবন্দরের একাংশেই রয়েছে বায়ুসেনার ওই ঘাঁটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দর সম্প্রসারণের জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছে। এর জন্য আশপাশের জমি অধিগ্রহণ জরুরি। কিন্তু স্থানীয় বাসিন্দারা এলাকা ছাড়তে নারাজ। এই নিয়ে দীর্ঘদিন ধরে চাপানউতোর চলছে। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ স্থানীয় এক বাইকচালকের পরিচয়পত্র দেখতে চায় চৌকিতে কর্তব্যরত সেনারা। শুরু হয় দু’পক্ষের কথা কাটাকাটি। ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরই অন্তত ২০০ জন ঘাঁটিতে হামলা চালায়। শুরু হয় ইট-পাটকেল ছোড়া। প্রায় আধঘণ্টা এমন পরিস্থিতি চলার পর গুলি চালায় বায়ুসেনা। মৃত যুবক নাহিদের বাবা-মা দুজনেই প্রাক্তন শিক্ষক। নাহিদের সঙ্গে এদিনের ঘটনার কোনও সম্পর্কই নেই বলে জানিয়েছেন স্থানীয়রাই।
তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই  বাংলাদেশজুড়ে বাড়ছে ধর্ষণ ও ছিনতাইয়ের মতো ঘটনা। কিন্তু গত কয়েকদিনে তা চরম আকার নিয়েছে। ৪৮ ঘণ্টায় অন্তত ১৭টি ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। পরিস্থিতি এতটাই অরাজক যে, সন্ধ্যার পর বাড়ি থেকে বেরতেই চাইছেন না রাজধানী ঢাকা সহ অন্য প্রধান শহরের বাসিন্দারা। রবিবার সন্ধ্যাতেও ঢাকার বনশ্রী এলাকায় সাত রাউন্ড গুলি চালিয়ে সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা। চাপের মুখে রবিবার রাত তিনটের সময় সাংবাদিক সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরি। কিন্তু সেখানে এই সব ঘটনার জন্য আওয়ামি লিগকে দায়ী করা ছাড়া নতুন কোনও বক্তব্য শোনা যায়নি। বরং তিনটের সময় কেন সাংবাদিক সম্মেলন ডাকা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার সকাল থেকে জাহাঙ্গিরের পদত্যাগ চেয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে। বরিশালে রাস্তা অবরোধ করে স্কুল-কলেজের পড়ুয়ারা। ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে পড়ুয়ারা সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে মিছিল করেন। জাহাঙ্গিরকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছেন তাঁরা। বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সোমবার জানিয়েছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে।
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারুর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসাপাতি হলেও অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৮ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৮৯.৪৬ টাকা৯২.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা