বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

‘ভারত সুবিধা নিচ্ছে’,অনুদান নিয়ে ফের তোপ ট্রাম্পের

ওয়াশিংটন: ভারতকে আর্থিক অনুদান নিয়ে ফের তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট। এবারও তাঁর নিশানায় পূর্বসূরি জো বাইডেন। ট্রাম্প দাবি করেছেন, ভারতে নির্বাচনে সাহায্য করতে ১ কোটি ৮০ লক্ষ ডলার বরাদ্দ করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেন। শনিবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপ্যাক)-এ যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে তাঁর বক্তৃতায় 
বারবার ফিরে এসেছে ভারতে আর্থিক অনুদান দেওয়ার প্রসঙ্গ। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের এই অনুদানের কোনও প্রয়োজন নেই। এভাবে ভারত আমেরিকার থেকে অন্যায্য সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ভারতকে ভোটের হার বাড়াতে ২ কোটি ১০ লক্ষ ডলার বা ১৮২ কোটি টাকা অনুদানের জন্য মার্কিন সংস্থা ইউএস-এইডকে নিশানা করেছিলেন তিনি। 
সিপ্যাকের অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতকে নির্বাচনে সাহায্যের জন্য ১ কোটি ৮০ লক্ষ ডলার দেওয়া হয়েছিল কেন? আমরা নির্বাচনের জন্য ভারতকে টাকা দিয়েছি। কিন্তু ওদের অর্থের প্রয়োজন নেই।’ সমালোচনার সুর চড়া করে ট্রাম্প আরও বলেন, ‘ওরা আমাদের থেকে ভালোই সুবিধা নিচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি কর ধার্যকারী দেশগুলির মধ্যে ভারতও আছে। আমরা ওদের ২০০ শতাংশ কর দিচ্ছি, আবার টাকা দিয়ে সাহায্যও করছি।’ ইউএসএডের মাধ্যমে বাংলাদেশকে ২ কোটি ৯০ লক্ষ ডলার অনুদানেরও কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, ওই টাকা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট শক্তিশালী করতে ও তারা যাতে উগ্র বামপন্থীদের ভোট দিতে পারে, তার জন্য ওই অনুদান দেওয়া হয়েছে। - ফাইল চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     February,   2025
দিন পঞ্জিকা