বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে ছাব্বিশের ভোট-বার্তা দেবেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মের রাজনীতি নয়, সবার জন্য উন্নয়ন—এই লক্ষ্য সামনে রেখে ২০২৬-এর বিধানসভা ভোটের প্রস্তুতিতে নেমে পড়ছে তৃণমূল। আগামী বৃস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বস্তরের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ছাব্বিশের ভোট-বার্তা দেবেন তিনি। এই রাজ্য সম্মেলনে নেত্রী কী নির্দেশ দেন, সাংগঠনিক কোনও রদবদল ঘোষণা হয় কি না, তা নিয়ে তুমুল কৌতূহল তৈরি হয়েছে তৃণমূল শিবিরে। 
গত ১০ ফেব্রুয়ারি তৃণমূল বিধায়কদের নিয়ে বছরের প্রথম বৈঠকে মমতা দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেন, ছাব্বিশের বিধানসভা ভোটে দুই তৃতীয়াংশ আসন নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরবে। সেই ঘোষণা বাস্তবায়িত করতে এবার সাংগঠনিক পরিসরে নজর দিচ্ছেন মমতা। ওই সভায় ডাকা হচ্ছে সাংসদ, বিধায়ক, পুরসভা এলাকার জনপ্রতিনিধি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধানদের। থাকবেন দলের বিভিন্ন পদাধিকারী ও শাখা সংগঠনের নেতারা। নেতাজি ইন্ডোরে ১৯ হাজার মানুষের বসার ব্যবস্থা রয়েছে। বৈঠকের উপস্থিতি এই সংখ্যাকেও ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বুধবার রয়েছে শিবরাত্রি। সুষ্ঠুভাবে তা সম্পন্ন করার পরের দিনই সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তৃণমূলের জনপ্রতিনিধি ও নেতারা। আমন্ত্রিতদের তালিকা, দূরবর্তী জেলার নেতাদের কলকাতায় আসার ও থাকার ব্যবস্থা এবং সম্মেলনের যাবতীয় খুঁটিনাটি বিষয় কনিয়ে আজ, সোমবার বৈঠক করবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
এটিই তৃণমূলের এ বছরের প্রথম রাজ্য সম্মেলন হতে চলেছে। আগামী বছরের মার্চ নাগাদ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। তার ঠিক এক বছর আগে রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে প্রস্তুতি শুরু করে দিচ্ছে তৃণমূল। দলের নেতাদের অনুমান, বৈঠকে ভূতুড়ে ভোটার প্রসঙ্গ নিয়ে সরব হবেন মমতা। দলের সর্বস্তরের নেতা-কর্মীকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেবেন তিনি। আগেই মমতা বলেছেন, যারা এখানকার বাসিন্দা নন, তেমন লোক নিয়ে এসে অনলাইনে ভোটার তালিকায় নাম ঢোকানোর কারসাজি চলছে। ঘটনাচক্রে বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতে সাড়ে চার হাজার ভোটার বৃদ্ধির ঘটনা সামনে আসার পর তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। এই প্রেক্ষাপটে ভূতুড়ে ভোটার নিয়ে বৃহস্পতিবার মমতা কী বলেন, সেদিকে নজর রয়েছে সবার। সেই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নের দিকে নজর ও বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মমতা নেতাজি ইন্ডোরে সরব হবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। 
সূত্রের খবর, তৃণমূলের নেতা-কর্মীদের আচরণ ও কাজকর্ম নিয়ে বেশ কিছু নির্দেশ মমতা দিতে পারেন। কোনও কর্মসূচি ঘোষণাও করা হতে পারে। নেতা-কর্মীদের জনসংযোগের পাঠও দিতে পারেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে তৃণমূলের অভ্যন্তরীণ মূল্যায়নে যেসব জনপ্রতিনিধি ও পদাধিকারী ব্যক্তিস্বার্থকে গুরুত্ব দিচ্ছেন বলে উঠে এসেছে, তাঁদের শেষ বারের মতো সতর্ক করা হতে পারে মঞ্চ থেকে।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     February,   2025
দিন পঞ্জিকা