বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

দেশে পোল্ট্রি ব্যবসা এগলেও দানাশস্যের দাম বৃদ্ধিতে লাভ কমারই আভাস দিল ক্রিসিল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েক বছর ধরেই পোল্ট্রি ব্যবসা নানা কারণে আশানুরূপ হচ্ছে না। তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন পোল্ট্রি চাষি ও উদ্যোগপতিরা। আগামী একবছরের জন্য খুব একটা আশার কথা শোনাল না দেশের অন্যতম ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল। তাদের দাবি, শেষ দু’বছরে যেটুকু লাভ হয়েছে, আগামী অর্থবর্ষ, অর্থাৎ ২০২৫-২৬ সালে দেশের পোল্ট্রি ব্যবসায় সেই হার সামান্য কমতে পারে। তবে ব্যবসার অঙ্ক বাড়বে বলে আশা প্রকাশ করেছে তারা।
দেশের অন্যতম বড় ৩০টি পোল্ট্রি সংস্থা, যাদের গত অর্থবর্ষে মিলিত ব্যবসার অঙ্ক ছিল প্রায় ১০ হাজার কোটি টাকা, তাদের উপর ভিত্তি করে ওই রিপোর্ট পেশ করেছে ক্রিসিল। তাদের দাবি, গত অর্থবর্ষ এবং চলতি অর্থবর্ষে সংস্থাগুলির লাভের জায়গা মোটামুটি ছিল। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, মেজ ও সোয়াবিনের দাম বাড়বে। পোল্ট্রি ব্যবসায় পশুখাদ্য হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মেজ। তা মোট খাদ্যের ৬০ শতাংশ দখল করে রাখে। এদিকে ইথানল উৎপাদনে মেজের চাহিদা বাড়ছে। তাই পশুখাদ্যের জোগানে টান পড়তে পারে। তা বাড়াবে উৎপাদন খরচ। পাশাপাশি এবার সোয়াবিনের ফলন খুব ভালো হয়েছে। তা পশুখাদ্যের ৩০ শতাংশ দখলে রাখে, বলছে ক্রিসিল। সোয়াবিনের চাষ আগামী অর্থবর্ষে কিছুটা নিয়ন্ত্রিত হতে পারে। সেক্ষেত্রে দাম বাড়বে। সব মিলিয়ে পোল্ট্রি ব্য‌বসায় লাভের গুড় নষ্ট করবে এই দুই উপাদান, আশঙ্কা করছে ক্রেডিট রেটিং সংস্থাটি। 
ক্রিসিলের বক্তব্য, লাভের হার গড়ে ০.৫ শতাংশ কমতে পারে। তবে বাজারে মাংস ও ডিমের চাহিদা যথেষ্ট ভালো থাকায় বিক্রিবাটা বাড়বে। সেই কারণে সামগ্রিক ব্যবসার অঙ্ক ৮ থেকে ১০ শতাংশ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে সামগ্রিক পরিস্থিতিতে পোল্ট্রি ফার্মগুলি মূলধনী খাতে মাঝারি মাপে ব্যয় বাড়াতে সক্ষম হবে বলে জানিয়েছে ক্রিসিল। অর্থাৎ তারা ফার্মের সম্প্রসারণ রা আধুনিকীকরণে একটু হলেও সমর্থ হবে। দানাশস্যের দামবৃদ্ধির কারণে ২০২৫-২৬ অর্থবর্ষ শেষে মুরগির মাংসের দাম ৫ শতাংশ বাড়তে পারে বলে মনে করছে ক্রিসিল।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     February,   2025
দিন পঞ্জিকা