বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

দাসসুলভ মনোভাবেই হিন্দুদের বিশ্বাসকে আক্রমণ: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: পূর্ণকুম্ভের আয়োজনে অব্যবস্থা ও বিশৃঙ্খলা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন অনেকেই। মৌনী অমাবস্যায় স্নানে গিয়ে পদপিষ্ট হয়ে সরকারি হিসেবেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৭ জনের। এরপর নিউদিল্লি স্টেশনেও পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছে ১৮ জনের। এধরনের বিপর্যয় নিয়ে কেন্দ্র ও উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতানেত্রীরা। এবার এই সমালোচনার মুখে হিন্দুত্বকেই ঢাল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
রবিবার তিনি বলেন, ‘নেতাদের একাংশ হিন্দু ধর্ম নিয়ে মশকরা করছেন। বিদেশের সহায়তা নিয়ে তাঁরা দেশকে দুর্বল করছেন। হিন্দুদের বিশ্বাসকে এই আক্রমণ আসলে দাসসুলভ মানসিকতার প্রতিফলন।’ এভাবে কুম্ভ আয়োজনে অব্যবস্থার সমালোচকদের সুকৌশলে হিন্দু-বিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা মোদি করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। রবিবার মধ্যপ্রদেশে বাগেশ্বর ধাম মেডিক্যাল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউয়ের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘চলতি বছরের কুম্ভমেলা সর্বত্র আলোচনায় উঠে এসেছে। কোটি কোটি মানুষ ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নান সেরেছেন। এবারের কুম্ভমেলা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একতার প্রতীক হয়ে উঠবে।’ এর আগে ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি দেবেন সফল মহিলাদের হাতে তুলে দেওয়ার কথা জানান মোদি। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মাধমে ওই  মহিলারা তুলে ধরবেন তাঁদের অভিজ্ঞতার কথা। এর আগে ২০২০ সালেও মহিলা দিবসে একই পথে হেঁটেছিলেন তিনি। এদিন তিনি স্থুলত্বের সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এখন দেশের প্রতি আটজনের মধ্যে একজন ওবেসিটি বা স্থুলত্বের শিকার। তাই তেলজাতীয় খাবার কম খাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি ওলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ায় ওবেসিটি কমানো সংক্রান্ত বার্তা শোনান। সামনেই ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। সেই উপলক্ষ্যে সকলকে কোনও পরীক্ষাগার বা প্ল্যানেটোরিয়ামে ভ্রমণের পরামর্শ দিয়েছেন তিনি।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৮৬ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.১৯ টাকা৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     February,   2025
দিন পঞ্জিকা