বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য

কনস্টিপেশন থেকে মুক্তিলাভ কীভাবে?

পরামর্শে এনআরএস হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রধান ডাঃ মানসকুমার মণ্ডল।
কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কী?
সপ্তাহে তিনবারের কম স্টুল হলে তখন তাকে কনস্টিপেশন বলা যায়। তবে ভারতীয়দের ডায়েটে শাকসব্জির মাত্রা বেশি থাকে। তাই ভারতীয়দের ক্ষেত্রে সপ্তাহে চারবারের কম স্টুল হচ্ছে কি না তা দেখা দরকার। এছাড়া ‘ব্রিস্টল স্টুল’ মাপদণ্ড অনুসারে বোঝা যেতে পারে কোনও ব্যক্তি কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত কি না।
‘ব্রিস্টল স্টুল’ মাপদণ্ড কী?
সপ্তাহে চারবার স্টুল হলেও অনেকের স্টুলের প্রকৃতি ভিন্ন হতে পারে। স্টুলের প্রকৃতি দেখেও বোঝা যায় একজন ব্যক্তি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন কি না। ‘ব্রিস্টল স্টুল’ মাপদণ্ড অনুসারে ৭ ধরনের স্টুল হতে পারে— ১) খণ্ড খণ্ড গোলাকার বাদামের মতো শক্ত কালো মল। ২) লাম্পযুক্ত সসেজ আকারের মল। ৩) একাধিক ফাটলযুক্ত কালো রং-এর সসেজের আকৃতির মল। ৪) লতানো মল। গাত্র মসৃণ এবং প্রকৃতিতে নরম। ৫) বড়ির আকারের মল। ৬) মাশরুমের মতো স্টুল। (ডায়ারিয়া হলে এমন মল বেরতে পারে)। ৭) জলের মতো মল (ডায়ারিয়া)।
ব্রিস্টল স্টুল স্কেল অনুসারে, কোনও ব্যক্তির প্রথম এবং দ্বিতীয় প্রকৃতির মল নির্গত হলে তাঁর কনস্টিপেশনের থাকতে পারে। কনস্টিপেশন আরও একটি শর্ত হল কোনও ব্যক্তিকে চাপ প্রয়োগ করে বা কোঁৎ দিয়ে মল প্রয়োগ করতে হচ্ছে কি না। 
কোষ্ঠকাঠিন্য হয় কেন?
একাধিক কারণ দায়ী থাকতে পারে—
ক) অনেকের বংশেই কোলনের মুভমেন্ট বা চলন কম থাকার সমস্যা থাকে। ফলে ওই পরিবারের সন্তানেরও কনস্টিপেশনের সমস্যা হতে পারে। খ) বড় কারণ হল খাদ্যাভ্যাস। দেখা গিয়েছে শাকসব্জি কম খেলে কোষ্ঠকাঠিন্যের জটিলতা দেখা দিতে পারে। ডায়েটে শুধুই মাংস থাকলে, ভাজাভুজি বেশি খেলে, ময়দা দিয়ে তৈরি খাবার বেশি রাখলে একসময় কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়ার আশঙ্কা থাকে। গ) অন্যান্য কারণ— শরীরচর্চার অভাব, ওজন বৃদ্ধি, হাইপোথাইরয়েডিজম, শরীরে ক্যালশিয়ামের তারতম্য, কোলনে টিউমার, কোলনের বাইরের অঙ্গের সংক্রমণ যেমন লিম্ফ নোড-এর বৃদ্ধি।
কনস্টিপেশনের পার্শ্বপ্রতিক্রিয়া কী? 
একাধিক সমস্যা দেখা দিতে পারে— ১) রোগীর ফিসার, পাইলস দেখা দেওয়ার আশঙ্কা থাকে। 
২) কোলনে বর্জ্য জমে সংক্রমণ। ৩) কোলনের দেওয়ালে ছোট ছোট পকেট তৈরি হতে পারে। এই সমস্যাকে বলে ডাইভার্টিকুলোসিস। কম ফাইবারযুক্ত খাবার খাওয়ার জন্য এমন সমস্যা হয়। ৪) বারংবার চাপ প্রয়োগের কারণে সলিটারি রেকটাল আলসার সিনড্রোম বা স্টারকোরাল আলসার হয় কারও কারও। রোগীর স্টুল বেরনোর সময় রক্তপাত হতে থাকে।
পুরুষ না মহিলা, কাদের কনস্টিপেশনের সমস্যা বেশি হয়?
মহিলাদের মধ্যে কনস্টিপেশনের জটিলতা বেশি হতে দেখা যায়। আর তার পিছনে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোনের যথেষ্ট ভূমিকা থাকে।
চিকিৎসা কী?
রোগীর সঙ্গে কথা বলে আগে মূল সমস্যা ধরার চেষ্টা করা হয়। কোলনের মুভমেন্ট কম হচ্ছে বুঝলে রোগীকে বেশি মাত্রায় সবুজ শাকসব্জি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া কিছু ওষুধ থাকে যেগুলি রোগীকে দিলে কোলনের মুভমেন্ট ভালো হয়। আবার এমন ওষুধও দেওয়া হয় যা কোলনকে উদ্দীপিত করে। আবার কিছু ওষুধ আছে যা মলের পরিমাণ বাড়ায়। এর ফলেও কোলনের মুভমেন্ট হয়। কিছু রোগীর আবার রেকটামের গঠনগত জটিলতার জন্য কনস্টিপেশন দেখা দিতে পারে। রেকটামের অ্যাঙ্গেল স্বাভাবিক না হলে, পিঠের স্নায়ুর সমস্যা হলে, ডায়াফ্রামের সমস্যা থাকলে বেগ আসলেও স্বাভাবিকভাবে মল বেরয় না। এই রোগের চিকিৎসা হিসেবে রয়েছে বায়োফিডব্যাক পদ্ধতি। এই পদ্ধতিতে রোগীকে ডেফিকেশন-এর সময়ে কীভাবে বসতে হবে, শরীরের ভঙ্গি কেমন হবে, কখন চাপ দেবেন, শ্বাস কখন নেবেন সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 
খাদ্যাভ্যাস, লাইফস্টাইল কি পরিবর্তন করা দরকার?
মেনুতে থাকুক ফাইবারপূর্ণ খাদ্য। সব্জি দিয়ে ডালিয়া, ওটস খেতে পারেন। যা শরীরে ফাইবারের চাহিদা অনেকটাই মেটাবে। গমের রুটি, সব্জি খাওয়া যেতে পারে। ভাতও খান, তবে সঙ্গে শাকসব্জিও থাকা দরকার। এছাড়া মাছ, মাংসের পদেও যথেষ্ট মাত্রায় সব্জি দিতে পারলে ভালো হয়। শুধু লাঞ্চ বা ডিনারে নয়, ব্রেকফাস্টেও ফাইবারনির্ভর খাবার খেতে হবে। দই দিয়ে ওটস বা সবজি দিয়ে ভেজ স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যেতে পারে। কিছুটা বেলায় একটা গোটা ফল। পাকা পেঁপে, আপেল, লেবু, কলা, তরমুজের মতো ফল ভীষণ উপকারী। সন্ধেবেলায় ফাস্ট ফুডের বদলে খাবারের তালিকায় আনতে হবে স্যালাড, স্প্রাউট। ওজন বেশি থাকলেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। তাই এক্সারসাইজ করে কমাতে হবে ওজন। প্রতিদিন ৩০-৩৫ মিনিট করে হাঁটার অভ্যেস ওজন কমানোর সঙ্গে কনস্টিপেশনের সমস্যাও দূরে থাকে।
সাবধান!
আগে কোনওদিন ছিল না, তবে ৬০ বছর বয়সের পরে কনস্টিপেশনের সমস্যা হলে ওই ব্যক্তির কোলনের ক্যান্সার আছে কি না তার দিকে নজর দেওয়া প্রয়োজন। 
লিখেছেন সুপ্রিয় নায়েক
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা