বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

রামলীলা ময়দানে গরহাজির নীতীশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘দিল্লি হামারি হ্যায়, আব বিহার কি বারি হ্যায়।’ বক্তা বিজয় সিনহা। বিহারের উপ মুখ্যমন্ত্রী। দিল্লিতে যখন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে রেখা গুপ্তা শপথ নিচ্ছেন, তখন পাটনায় বসে বিজয়ের দাবি, ‘মোদিজির গ্যারান্টি দিল্লিবাসী বিশ্বাস করেছে। এবার মোদিজির ম্যাজিক আরও বড় জয় এনে দেবে বিহারে।’ হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির জয়কে একই পংক্তিতে এনে বিহার বিজেপির প্রচার, এবার টার্গেট বিহার। এই মর্মে স্লোগান ও ফ্লেক্সও লাগানো হয়েছে। যা এনডিএ শাসিত বিহারে মোটেই ভালো বিজ্ঞাপন নয়।
ঠিক এই আবহে বৃহস্পতিবার দিল্লির শপথগ্রহণ অনুষ্ঠানে গরহাজির বিহারের মিলিজুলি সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তৃতীয় মোদি সরকারের দুই স্তম্ভ নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। রামলীলা ময়দানে নাইডু বসেছিলেন নরেন্দ্র মোদির পাশে। আর তাই আরও বেশি করে জল্পনা শুরু হয়েছে যে, বিজেপির দিল্লি জয়ের উদযাপনে নীতীশ কুমার কেন অনুপস্থিত? নির্দিষ্ট কোনও কারণ না দেখিয়ে নীতীশের পক্ষ থেকে শুধুমাত্র জানানো হয়েছে, তাঁর অন্য কর্মসূচি ছিল। তাঁর পরিবর্তে হাজির ছিলেন সংযুক্ত জনতা দলের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন। 
কিন্তু এই সাফাইয়ে বিতর্ক মেটেনি। দিল্লি বিজয়ের আবহেও বিজেপির অন্দরে চাপা গুঞ্জন নীতীশকে নিয়ে। কারণ, এই প্রথম নয়। গত রবিবার নীতীশ কুমার দিল্লি এসেছিলেন। একটি বিবাহ অনুষ্ঠানে। পরদিন অর্থাৎ, সোমবার তাঁর দেখা করার কথা ছিল নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে। রাতে ফেরার কথা ছিল পাটনায়। অথচ আচমকা সোমবার দুপুরেই তিনি পাটনা ফিরে যান। মোদি কিংবা অমিত শাহ, কারও সঙ্গেই কেন দেখা করলেন না তিনি, সেই চর্চা পাটনায় এখনও চলছে। এরপর মনে করা হয়েছিল দিল্লি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আসবেন এবং তারপর হবে মোদি-শাহের সঙ্গে বৈঠক। অথচ সেটাও হল না। তাই নীতীশকে নিয়ে বিজেপির অন্দরে সংশয় ও দুশ্চিন্তা দুইই বাড়ছে। কারণ, এদিন রামলীলা ময়দানের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপি এবং এনডিএ জোটের মুখ্যমন্ত্রীদের। সকলে যে এসেছিলেন এমন নয়। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল  প্রদেশ এবং গুজরাতের মুখ্যমন্ত্রীরা হাজির হতে পারেননি। তবে প্রত্যেকেই আগাম চিঠি লিখে জানিয়ে দিয়েছিলেন সেকথা। একমাত্র ব্যতিক্রম নীতীশ।
20h 20m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা