বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

‘কুম্ভের জল পানেরও যোগ্য’, রিপোর্ট মানতে নারাজ যোগী

লখনউ: পূর্ণকুম্ভে প্রয়াগরাজের সঙ্গমের জলে কিলবিল করছে বিপজ্জনক সব ব্যাকটেরিয়া। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-র রিপোর্টেই এই তথ্য জানানো হয়েছে। ফলে কুম্ভের জল এখন আদৌ স্নানের যোগ্য কিনা, এমন প্রশ্ন উঠে গিয়েছে। যদিও কেন্দ্রীয় সংস্থার এমন রিপোর্ট মানতে নারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার রাজ্য বিধানসভায় তাঁর দাবি, ‘সঙ্গমের জল শুধু স্নানই নয়, পানেরও (আচমন) যোগ্য। আদতে ভুয়ো তথ্য প্রচার করে সনাতন ধর্ম ও কুম্ভের বদনাম করার চেষ্টা চলছে।’ নিজের বক্তব্যের সমর্থনে তিনি উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (ইউপিসিবি)-র তথ্যকে হাতিয়ার করেছেন। এই দাবির সারবত্তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের বক্তব্য, কুম্ভের জল নিয়ে এখনও পর্যাপ্ত তথ্যই দিতে পারেনি ইউপিসিবি। রাজনৈতিক মহলের বক্তব্য, কুম্ভের জলে দূষণ নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগকে ধামাচাপা দিতে ধর্মীয় আবেগকেই এদিন ঢাল করেছেন যোগী। 
দিন দুয়েক আগে সিপিসিবি জানায়, গঙ্গার জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে। পরে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। বুধবার উত্তরপ্রদেশ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী বলেন, ‘প্রায় ৫৬ কোটি ২৫ লক্ষের বেশি মানুষ প্রয়াগরাজে পুণ্যস্নান সেরেছেন। অথচ একের পর এক ভুয়ো তথ্য তুলে ধরা হচ্ছে। ভুলভাল ভিডিও ছড়িয়ে সনাতন ধর্ম, মা গঙ্গা, ভারত ও কুম্ভকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। এগুলির মধ্য দিয়ে ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়েও খেলা হচ্ছে। সঙ্গমের জল শুধু স্নানের যোগ্যই নয়, এটি আচমনেরও উপযুক্ত।’ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য দেখিয়ে যোগী দাবি করেছেন, গঙ্গায় বায়োলজিকাল অক্সিজেন ডিমান্ড (বিওডি)-র মাত্রা প্রতি লিটারে ৩ মিলিগ্রামের নীচে রয়েছে। ডিসলভড অক্সিজেন (ডিও)-র মাত্রা লিটার পিছু ৫ মিলিগ্রাম থেকে বেড়ে ৯ মিলিগ্রাম হয়েছে। যদিও জলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বা‌ড়বাড়ন্ত নিয়ে যোগী সরকার ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। এনজিটির বক্তব্য, জলের গুণগত মান নিয়ে দুই সংস্থার তরফেই কোনও পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। জলে অক্সিজেনের মাত্রা, কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি সহ একাধিক বিষয়ে কোনওরকম বিস্তারিত তথ্য জমা করা হয়নি। 
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা