বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কেন মুখ্যমন্ত্রী নন পরবেশ ভার্মা? রেখার শপথগ্রহণ অনুষ্ঠানেই চাপা গুঞ্জন

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: বৃহস্পতিবার সকাল ১১টায় শপথগ্রহণ অনুষ্ঠান। দিল্লি প্রদেশ বিজেপির বুধবার রাতের এই বিজ্ঞপ্তিতে সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছিল রামলীলা ময়দানে। ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় প্রত্যাবর্তন। তাই বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসটা একটু বেশিমাত্রাতেই। মুখে গেরুয়া আবির মেখে রাস্তাতেই চলছিল উদযাপন। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হল অনুষ্ঠান। ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে পৌঁছনোর পর। মঞ্চে তখন উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জে পি নাড্ডা সহ দলের অন্যান্য শীর্ষ নেতা। ছিলেন একনাথ সিন্ধে, দেবেন্দ্র ফড়নবিশ, প্রমোদ সাওয়ান্ত, চন্দ্রবাবু নাইডুর মতো বিভিন্ন বিজেপি শাসিত এবং এনডিএ রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীরা। মঞ্চে উঠে সব মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে সহাস্য বাক্য বিনিময় করেন মোদি। সিন্ধের পিঠ চাপড়ে দেওয়ার পর অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণের হাত জড়িয়ে ধরেন তিনি। সৌজন্যের এই পর্ব মেটার পর শুরু হয় আসল অনুষ্ঠান। শপথগ্রহণ। প্রত্যেককে শপথবাক্য পাঠ করান দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। এরপর বেলা ৩টে নাগাদ দিল্লি সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন রেখা গুপ্তা। সন্ধ্যায় যমুনার বাসুদেবঘাটে আরতিতে অংশও নেন তাঁরা। রাতে দিল্লির বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকও হয়।
কিন্তু মুখ্যমন্ত্রী পদে রেখা গুপ্তা কেন? এই প্রশ্ন উঠল ময়দান চত্বরেই। গেরুয়া সমর্থকরাও যেন খানিকটা ধন্দে। জনা দশেকের সেই জটলা থেকে মন্তব্য উড়ে এল, ‘অরবিন্দ কেজরিওয়ালকে হারানো পরবেশ ভার্মাকেই দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসানো উচিত ছিল। রেখা গুপ্তাকে না হয় উপ মুখ্যমন্ত্রী করতেন মোদিজি!’ অর্থাৎ, জনতা-জনার্দন নিশ্চিত যা হয়েছে, তা নরেন্দ্র মোদির নেতৃত্বেই হয়েছে। দিল্লিতে আগামী দিনেও যা হবে, তা মোদির অঙ্গুলিহেলনেই। প্রায় তিন দশক পরে দিল্লিতে ক্ষমতায় ফেরার প্রবল উৎসব উদযাপনেও তাই বিতর্ক থামাতে ব্যর্থ হল বিজেপি নেতৃত্ব। ‘জায়ান্ট কিলার’ পরবেশ ভার্মা কেন মুখ্যমন্ত্রী নন? দিল্লির রামলীলা ময়দান চত্বরে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের হুল্লোড়ের মাঝে এই প্রশ্ন উঠলই। বিজেপি নেতা-কর্মীদের একাংশের অনুযোগ, অন্যতম প্রধান প্রতিপক্ষ দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে হারানোর যথাযথ পুরস্কার পাওয়া উচিত ছিল পরবেশের। নিজেকে অবশ্য এই বিতর্কে জড়াতে নারাজ পরবেশ। রামলীলা ময়দানে শপথ নিতে যাওয়ার আগে এদিন ঝান্ডেওয়ালার মন্দিরে পুজো দেন তিনি। সেই পুজো সেরে এবং শপথগ্রহণ শেষেও সাফ জানিয়ে দিয়েছেন, ‘দল যা দায়িত্ব দিয়েছে, তা আন্তরিকভাবে পালন করব।’ 
দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা। এই ঘোষণার পর বুধবার রাতে শালিমার বাগের বাড়িতে ফেরার সময় বিজেপি নেতা-কর্মী, সমর্থকদের আবেগে ভেসে গিয়েছিলেন রেখা। সেই ছবির ব্যতিক্রম এদিনও হয়নি। বৃহস্পতিবার রামলীলা ময়দানে পৌঁছনোর আগে সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি শালিমার বাগের বাড়ি থেকে সপরিবার যান কাশ্মীরি গেটের কাছে হনুমান বাবার মন্দিরে। আর এই পুরো পথ গিয়েছেন হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে, রোড শো করে। গোটা পথেই তাঁকে লক্ষ্য করে ফুলের পাপড়ি ছুঁড়েছে উপস্থিত জনতা। দেওয়া হয়েছে স্লোগানও। রামলীলা ময়দানে পৌঁছেই তাই রেখা গুপ্তা এদিন বলেছেন, ‘দিল্লির মানুষকে ধন্যবাদ।’ 
কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানেই যে পরবেশ ‘কাঁটা’ যে বিছিয়ে দিলেন কর্মী-সমর্থকরা!

কার কোন দপ্তর
রেখা গুপ্তা
মুখ্যমন্ত্রী    অর্থ, রাজস্ব, নারী ও শিশু উন্নয়ন, পরিকল্পনা, ভূমি
পরবেশ ভার্মা 
উপ মুখ্যমন্ত্রী    পূর্ত, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ, জল, পরিষদীয়
আশিস সুদ    স্বরাষ্ট্র, বিদ্যুৎ, শিক্ষা, কারিগরি শিক্ষা, নগরোন্নয়ন
কপিল মিশ্র    আইন ও ন্যায়বিচার, শ্রম, কর্মসংস্থান, ট্যুরিজম
পঙ্কজ কুমার সিং    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবহণ, তথ্য-প্রযুক্তি
মঞ্জিন্দর সিং সিরসা    শিল্প, খাদ্য ও সরবরাহ, বন ও পরিবেশ
রবিন্দর সিং ইন্দ্রজ    সমাজকল্যাণ, তফশিলি উন্নয়ন, সমবায়
20h 20m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা