বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

একটি পঞ্চায়েতেই সাড়ে ৪ হাজার ‘ভূতুড়ে ভোটার’, দিল্লির মডেলে কারচুপি রাজ্যেও! 

সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: ‘ভোটার তালিকায় বহিরাগতদের অনুপ্রবেশ আর কারচুপি চলছে!’ গেরুয়া পার্টির গোপন পরিকল্পনা প্রকাশ্যে এনে সবাইকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বাজেট অধিবেশনে বিধানসভায় দাঁড়িয়ে প্রকাশ করেছিলেন এই শঙ্কা। বলেছিলেন, মহারাষ্ট্র ও দিল্লির মতো বুথ স্তরে ‘ভুয়ো ভোটারে’র অনুপ্রবেশ ঘটিয়ে (মাইক্রোম্যানেজ) কারচুপির ছক কষছে একটি ‘ভূতুড়ে পার্টি’। ব্যাপক মাত্রায় বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে বুথস্তর থেকে ফলাফল নিজের পক্ষে করতে মরিয়া তারা। মুখ্যমন্ত্রীর সেই শঙ্কা সত্যি হয়ে সামনে এল। আর সেটা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্ক্রুটিনি পর্বেই। দেখা গিয়েছে, লোকসভা ভোটের পর মাত্র সাত মাসে গ্রামীণ এলাকার এই পঞ্চায়েতে ভোটার বেড়েছে প্রায় সাড়ে চার হাজার। এই পরিসংখ্যান দেখে সকলের চক্ষু চড়কগাছ! সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এহেন ‘অনুপ্রবেশ’ কিন্তু চম্পাহাটির মানুষের নয়। মুর্শিদাবাদ, মালদহ এবং শিলিগুড়ির মতো উত্তরবঙ্গের এলাকার বাসিন্দারা নাম তুলেছে সেখানকার ভোটার তালিকায়।
লোকসভা ভোট পর্বে চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার সংখ্যা ছিল সাড়ে ১৮ হাজারের কিছু বেশি। কিন্তু এই অনুপ্রবেশের জেরেই মাত্র সাত মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২২,৪০০-এ। ২২টি গ্রাম সংসদের মধ্যে কোনও বুথে ২০০, আবার কোনও বুথে ৩০০ ভোটার বেড়েছে। ভোটার তালিকায় দেখা যাচ্ছে, একই ফোন নম্বর ব্যবহার করে নাম ঢুকেছে চার-পাঁচজনের।
মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা নির্বাচনপর্বে সামনে এসেছিল, কীভাবে মাত্র কয়েক মাসে লক্ষ লক্ষ ভোটার বেড়েছিল সেখানে। দিল্লির ক্ষেত্রে দেখা যায়, পার্শ্ববর্তী গাজিয়াবাদ, নয়ডা ও গুরুগ্রামের লোকজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে সেখানকার ভোটার তালিকায়। এই বিষয়টিকেই বিজেপির গোপন এজেন্ডা বলে দাবি করেছেন মমতা। তাঁর আশঙ্কা, আগামী ২০২৬’এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এই মডেল প্রয়োগ করার চেষ্টা চলবে। অভিযোগ উঠেছে, বিভিন্ন এলাকার ভোটার তালিকায় বহিরাগতদের ‘অনুপ্রবেশ’ অব্যাহত রাখতে ইতিমধ্যেই কয়েকজন জেলাশাসক ও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের উপর ‘চাপ’ বাড়ানো হচ্ছে। এই আবর্তে চম্পাহাটির ‘ভূতুড়ে ভোটার’দের বিষয়টি সামনে আসার পর আরও সতর্ক জোড়াফুল শিবির। দলের সমস্ত জেলা নেতৃত্বকে পঞ্চায়েত বা পুরসভাওয়াড়ি ভোটার তালিকা খুঁটিয়ে স্ক্রুটিনি করার নির্দেশ দেওয়া হয়েছে।     
চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যাচ্ছে, এই পঞ্চায়েতের ৪১ নম্বর বুথে গত লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১০৫৩। এবার তা বেড়ে হয়েছে ১৩৫৭। আবার ২৬ নম্বর বুথে লোকসভা পর্বে ভোটার ছিল ৭৪৬ জন। নতুন ভোটার তালিকায় অতিরিক্ত ১৬৯ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। বাড়তি ভোটারদের সিংহভাগই এই পঞ্চায়েতের বাসিন্দা নন। সূত্রের খবর, পঞ্চায়েতের তরফে খোঁজখবর করে শনকা মাঝি নামে নতুন অন্তর্ভুক্ত এক ভোটারের ফোন নম্বর মিলেছিল। তাতে যোগাযোগ করা হলে, মালদহের এক যুবক ফোন ধরে। মালদহে তাঁর একটি সাইবার কাফে রয়েছে। এতেই উস্কে গিয়েছে বিতর্ক।
20h 20m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা