বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

বাম্পার ফলনের আশা, হিমঘরে উদ্বৃত্ত আলুর  জায়গা হওয়া নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কিছুদিনের মধ্যে কোনও প্রাকৃতিক দুর্যোগ না-হলে এবার রাজ্যে প্রচুর পরিমাণ আলুর উৎপাদন হতে চলেছে। তাতে হিমঘরগুলিতে বেশকিছু পরিমাণ আলু সংরক্ষণের জায়গা মিলবে না। এমনই আশঙ্কা হিমঘর মালিকদের। 
বুধবার রাজ্য হিমঘর সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। কৃষি বিপণন দপ্তরের হিসেবে, এবার ১ কোটি ৩০ লক্ষ থেকে ১ কোটি  ৪০ লক্ষ টন আলু (৫০ কেজির ২৬-২৮ কোটি বস্তা) উৎপাদন হতে পারে। রাজ্যের হিমঘরগুলিতে সব মিলিয়ে ৮১-৮২ লক্ষ টন (১৬ কোটি বস্তা) আলু সংরক্ষণ করার সংস্থান রয়েছে। মে মাস পর্যন্ত মাঠ থেকে প্রায় ৬-৭ কোটি বস্তা আলু সরাসরি বাজারে আসবে। রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশনের সহসভাপতি শুভজিৎ সাহা জানান, আমাদের আশঙ্কা হিমঘরগুলিতে অন্তত ৩ কোটি প্যাকেট আলুর জায়গা নাও হতে পারে। তবে ফেব্রুয়ারি বা মার্চের গোড়ায় প্রাকৃতিক দুর্যোগে আলু নষ্ট হলে পরিস্থিতি কিছুটা পাল্টাবে। এবার আবহাওয়া আলুচাষের অনুকূল ছিল। পাশাপাশি চাষের জমিও কিছুটা বেড়েছে। গতবছর ৪ লক্ষ ৬০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। এবার তা বেড়ে হয়েছে ৫ লক্ষ ১০ হাজার হেক্টর। ফলে হিমঘরে আলু রাখার জায়গা পেতে সমস্যা হতে পারে, এটা বুঝে রাজ্য সরকার ইতিমধ্যেই ছোট ও প্রান্তিক চাষিদের জন্য আগাম ব্যবস্থা নিয়েছে। সরকার বলেছে, হিমঘরগুলিতে ৩০ শতাংশ জায়গা বরাদ্দ রাখতে হবে তাঁদের উৎপাদিত আলু সংরক্ষণের জন্য। কৃষি বিপণন দপ্তর এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিষয়টি নিয়ে কৃষি বিপণন দপ্তরের সঙ্গে হিমঘর মালিকদের আলোচনা হয়েছে। অ্যাসোসিয়েশন কর্তা পতিতপাবন দে জানান, এই ব্যবস্থায় তাঁদের কোনও আপত্তি নেই। তবে ছোট ও প্রান্তিক চাষিদের জন্য ৩০ শতাংশ জায়গার সংরক্ষণ নিয়ে যে বিধি রয়েছে, সেটি ২০ মার্চের পর উঠে যাবে। প্রশাসনের এই নির্দেশের বিষয়ে তাঁদের আপত্তি রয়েছে। বৈঠকে ওই তারিখ নির্দিষ্ট করা হয়েছিল ১৫ মার্চ। ওই দিনটিকেই বহাল রাখার জন্য সংগঠনের তরফে দপ্তরকে বলা হবে। একইসঙ্গে হিমঘরের ভাড়া বৃদ্ধিরও দাবি করেছে অ্যাসোসিয়েশন। তাদের দাবি, অন্যান্য রাজ্যের তুলনায় এখানে ভাড়া অনেক কম। এই কারণে বহু হিমঘর রীতিমতো লোকসানে চলছে।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা