বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

সপ্তাহ শেষেও দক্ষিণবঙ্গজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বজ্রমেঘ থেকে ঝড়বৃষ্টি হবে। আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। বুধবার তাদের এক বিশেষ পূর্বাভাসে জানানো হল, দক্ষিণবঙ্গে এরপর আগামী শনি ও রবিবারও ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার জন্য বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলের নীচের স্তরে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার কারণে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির মতো পরিস্থিতি রয়েছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, বিস্তীর্ণ এলাকা জুড়ে একসঙ্গেই এই ঝড়বৃষ্টি হবে না। যেসব জায়গায় বজ্রমেঘ জমা হবে, ঝড়ডবৃষ্টি হবে মূলত সেখানেই। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 
বুধবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রমেঘের সঞ্চার হতে শুরু করে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে  শিলাবৃষ্টিও হয়েছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে শিলাবৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তরের কাছে রিপোর্ট এসেছে। আবহাওয়া অধিকর্তা এইচ আর বিশ্বাস জানান, শীত বিদায়ের পর বসন্তকালে ফেব্রুয়ারি-মার্চ মাসে বজ্রগর্ভ মেঘ থেকে শিলাবৃষ্টি হওয়ার প্রবণতা বেশি থাকে। বজ্রমেঘের মধ্যেকার বায়ুর গতিবেগ বেশি হয়। তার সঙ্গে শীতল ও উষ্ণ বাতাসের মিশ্রণ হয় যেসব স্থানে, শিলাবৃষ্টির অনূকূল পরিস্থিতি তৈরি হয় সেখানেই। বৃহস্পতিবার ভোর থেকে রাত পর্যন্ত পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদীয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কিছু অংশে বজ্রমেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টি হয়েছে। কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে এই সপ্তাহেই। 
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা