বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

এফবিআইয়ের ডিরেক্টর হয়ে আমেরিকার ‘শত্রুদের’ চরম হুঁশিয়ারি দিলেন কাশ্যপ প্যাটেল

ওয়াশিংটন, ২১ ফেব্রুয়ারি: এফবিআইয়ের শীর্ষ পদে ভারতীয় বংশোদ্ভূত! গতকাল, বৃহস্পতিবার(ভারতীয় সময়) ভারতীয় বংশোদ্ভূত ও ট্রাম্প ঘনিষ্ঠ বলে পরিচিত কাশ্যপ প্যাটেলকে এফবিআইয়ের ডিরেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে সম্মতি দেয় আমেরিকার সেনেট। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুলুকের প্রেসিডেন্ট হওয়ার পরই জানা যায় এফবিআইয়ের(ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) ডিরেক্টর হচ্ছেন কাশ্যপ প্যাটেল। গতকাল, তাতে সিলমোহর দেয় আমেরিকার সেনেট। ৫১ জন সেনেট সদস্য কাশ্যপকে এফবিআইয়ের ডিরেক্টর পদে বসার পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ৪৯ জন। সেনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন পাওয়ার পরই এই পদে বসেছেন তিনি। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্তা এলন মাস্ক। আর এফবিআইয়ের ডিরেক্টর হয়েই কড়া হুঁশিয়ারি দিয়েছেন কাশ্যপ। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘যাঁরা আমেরিকানদের ক্ষতি করতে চাইছেন, তাঁদের সতর্ক করে রাখছি। যেখানেই লুকিয়ে থাকুন না কেন আমরা এই গ্রহের প্রতিটি কোণ থেকে আপনাদের খুঁজে বের করব। এটাকে আপনারা সতর্কবার্তা হিসেবেও দেখতে পারেন। তবে মিশন ফার্স্ট। আমেরিকা এগিয়ে চলুক। চলো কাজে লেগে পড়ি।’ তিনি আরও লেখেন, ‘মার্কিনিদের প্রয়োজন একটি স্বচ্ছ, যোগ্য ও ন্যায়ের প্রতি দায়বদ্ধ সংস্থার। আমরা সবাই মিলে এফবিআইয়ের হারানো মর্যাদা ফিরিয়ে আনব। যাতে সকল আমেরিকানরা গর্ব বোধ করতে পারে। যেভাবে আমাদের ন্যায় ব্যবস্থার রাজনৈতিকরণ হয়েছে তাতে ক্ষুব্ধ সবাই। তবে আজকের পর থেকে সেই বিষয়ের পরিবর্তন হবে।’ দীর্ঘ ৪৪ বছর ধরে এফবিআইতে কাজ করেছেন কাশ্যপ প্যাটেল। ট্রাম্প ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। এবার তাঁকেই এফবিআইয়ের ডিরেক্টর করে বিশেষ বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা