বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

‘ভাষা দিবসে’র অনুষ্ঠানে থাকতে পারবেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিশানায় বাংলাদেশের রাষ্ট্রপতিও। আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন থাকতে পারবেন না। এমনই দাবি তুলল পড়ুয়াদের একটি সংগঠন। ২১ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের প্রথম সারির রাজনীতিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। বুধবার বিকেলে বিপ্লবী ছাত্র পরিষদ নামে ওই ছাত্র সংগঠনটি দাবি করেছে, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহিদ মিনারে থাকতে পারবেন না। বার্তা স্পষ্ট, রাষ্ট্রপতিকে ছাড়াই ভাষা দিবসের মূল অনুষ্ঠান হবে। এছাড়া রাষ্ট্রপতি ‘জুলাই বিপ্লব’-এর সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও  পা রাখতে পারবেন না বলে ‘ফতোয়া’ দিয়েছে ওই সংগঠনটি। 
আওয়ামি লিগ ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকার রাজু ভাস্কর্যে অবস্থানে বসেছে বিভিন্ন ছাত্র সংগঠন। তার মধ্যে অন্যতম বিপ্লবী ছাত্র পরিষদ। তত্ত্বাবধায়ক সরকারের আমলেই এই সংগঠনটি তৈরি হয়েছে। আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, ‘জুলাই-আগস্টে আমরা দু’হাজারের বেশি ভাইবোনকে হারিয়েছি। কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি চুপ করে ছিলেন। উনি হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন। হাসিনা ও অন্যরা পালিয়েছেন। সংসদ ভেঙে দেওয়া হয়েছে। অথচ রাষ্ট্রপতি হিসেবে মহম্মদ সাহাবুদ্দিন বহাল রয়েছেন। পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি।’ ওয়াহেদের বক্তব্য, ‘আমরা স্পষ্ট করে জানাতে চাই, সাহাবুদ্দিনকে জনগণ জনপরিসরে দেখতে চায় না।’ এদিনই তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছেন, আওয়ামি লিগকে শুধু নিষিদ্ধ নয়,বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে।  
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা